ISI on Bangladesh Unrest: বাংলাদেশের উত্তেজনার নেপথ্যে আইএসআই! হিংসা ছড়াতে কী ভাবে কাজ পাকিস্তানের গুপ্তচর সংস্থা?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
ISI on Bangladesh Unrest: বাংলাদেশের অস্থির পরিবেশেই ISI নিজেদের জায়গা করে নিচ্ছে। পাকিস্তানি গুপ্তচর সংস্থা Jamaat-e-Islami এবং তাদের ছাত্র সংগঠনগুলিকে নির্দেশ দিয়েছে যেন তারা প্রকাশ্যে আন্দোলনের নেতৃত্ব না দেয়, বরং পেছন থেকে উস্কানি দেয়।
advertisement
এবার পরিস্থিতি উত্তপ্ত হয়েছে ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর কারণে, বিক্ষোভে উত্তাল হয়েছে বাংলাদেশ। সেখানে সংখ্যালঘু যুবক দিপু দাসকে নৃশংস ভাবে মারধর করে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ভাঙচুর চালানো হয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ে। বিক্ষোভকারীরা হাদির নামে স্লোগান দিচ্ছিল। সংবাদমাধ্যম রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি এলাকায় গভীর রাত পর্যন্ত উত্তেজনা ছিল, যার ফলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
advertisement
advertisement
পাকিস্তানের ভূমিকা প্রকাশ্যে অস্থিরতা ছড়ানো নয়, বরং ভিতর থেকে মদত দেওয়া। হঠাৎ এভাবে হিংসাত্মক আন্দোলন করে অস্থিরতা সৃষ্টির পিছনে পাকিস্তানের যে প্রত্যক্ষ মদত রয়েছে তা বলাই বাহুল্য। কিছু বাংলাদেশি সংবাদ পাকিস্তানের থেকে আর্থিক সুবিধা নিয়ে তীব্র ভারতবিদ্বেষ এবং সংখ্যালঘু বিদ্বেষে মদত দিচ্ছে। এই প্ল্যাটফর্মগুলি ভীষণ ভাবে ভারতকে নেতিবাচকভাবে দেখানোর চেষ্টা করছে।
advertisement







