কলকাতা থেকে দেড় ঘণ্টার পথে নতুন এই দ্বীপ! এটাই এখন অন্যতম 'হট' পিকনিক স্পট, না গেলেই 'মিস'

Last Updated:
Nadia News: শীতের শুরুতেই চড়ুইভাতি ও বনভোজনের আনন্দ ঠিকানা নদিয়ার পায়রাডাঙ্গায় সদ্য জনপ্রিয় হয়ে ওঠা মঙ্গলদ্বীপ। শীতের আমেজ আর নতুন বছরকে বরণ করে নিতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পিকনিকের মেজাজে মেতে উঠুন আট থেকে আশি সকলেই।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
1/6
শীতের শুরুতেই চড়ুইভাতি ও বনভোজনের আনন্দ ঠিকানা নদিয়ার পায়রাডাঙ্গায় সদ্য জনপ্রিয় হয়ে ওঠা মঙ্গলদ্বীপ। শীতের আমেজ আর নতুন বছরকে বরণ করে নিতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পিকনিকের মেজাজে মেতে উঠুন আট থেকে আশি সকলেই।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
শীতের শুরুতেই চড়ুইভাতি ও বনভোজনের আনন্দ ঠিকানা নদিয়ার পায়রাডাঙ্গায় সদ্য জনপ্রিয় হয়ে ওঠা মঙ্গলদ্বীপ। শীতের আমেজ আর নতুন বছরকে বরণ করে নিতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে পিকনিকের মেজাজে মেতে উঠুন আট থেকে আশি সকলেই।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত পায়রাডাঙ্গায় চূর্ণী ও গঙ্গা নদীর মোহনস্থলে অবস্থিত এই মঙ্গলদ্বীপ। চারিদিকে জল আর মাঝখানে সবুজে ঘেরা ছোট্ট এই ভূখণ্ডে পৌঁছতে হলে নৌকা পার হতে হয়। একদিকে নদিয়া জেলার রানাঘাট শিবপুর ঘাট, অপরদিকে হুগলি জেলা—দুই জেলার সংযোগস্থলেই এই দ্বীপের অবস্থান।
নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত পায়রাডাঙ্গায় চূর্ণী ও গঙ্গা নদীর মোহনস্থলে অবস্থিত এই মঙ্গলদ্বীপ।চারিদিকে জল আর মাঝখানে সবুজে ঘেরা ছোট্ট এই ভূখণ্ডে পৌঁছতে হলে নৌকা পার হতে হয়। একদিকে নদিয়া জেলার রানাঘাট শিবপুর ঘাট, অপরদিকে হুগলি জেলা—দুই জেলার সংযোগস্থলেই এই দ্বীপের অবস্থান।
advertisement
3/6
গঙ্গার মাঝে অবস্থানের জন্য অনেকেই একে ‘দ্বীপ’ বলেই চেনেন। শীতের মরশুম শুরু হতেই পিকনিক করার জন্যে এখানে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা।
গঙ্গার মাঝে অবস্থানের জন্য অনেকেই একে ‘দ্বীপ’ বলেই চেনেন। শীতের মরশুম শুরু হতেই পিকনিক করার জন্যে এখানে ভিড় জমাতে শুরু করেন পর্যটকরা।
advertisement
4/6
কলকাতা, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন পিকনিক করতে, হাওয়া বদলাতে কিংবা পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে। খোলা আকাশের নিচে রান্নাবান্না, হাসি-আড্ডা আর নদীর বুক চিরে বয়ে যাওয়া হাওয়া—সব মিলিয়ে উৎসবের আবহ।
কলকাতা, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন পিকনিক করতে, হাওয়া বদলাতে কিংবা পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে। খোলা আকাশের নিচে রান্নাবান্না, হাসি-আড্ডা আর নদীর বুক চিরে বয়ে যাওয়া হাওয়া—সব মিলিয়ে উৎসবের আবহ।
advertisement
5/6
পুরনো বছরের শেষ দিক কিংবা নতুন বছরের শুরুতেই নদিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড় চোখে পড়ে। মায়াপুরের ইসকন মন্দির, মন্দিরনগরী নবদ্বীপে শ্রীচৈতন্যদেবের জন্মস্থান, কৃষ্ণগঞ্জের বিভিন্ন মন্দির-সহ একাধিক পিকনিক স্পট এই সময়ে জমজমাট হয়ে ওঠে।
পুরনো বছরের শেষ দিক কিংবা নতুন বছরের শুরুতেই নদিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড় চোখে পড়ে। মায়াপুরের ইসকন মন্দির, মন্দিরনগরী নবদ্বীপে শ্রীচৈতন্যদেবের জন্মস্থান, কৃষ্ণগঞ্জের বিভিন্ন মন্দির-সহ একাধিক পিকনিক স্পট এই সময়ে জমজমাট হয়ে ওঠে।
advertisement
6/6
সেই তালিকায় সদ্য পরিচিতি পাওয়া চাকদা-পায়রাডাঙ্গার মঙ্গলদ্বীপ বর্তমানে অন্যতম আকর্ষণ। গঙ্গার মধ্য স্থলের প্রাকৃতিক সৌন্দর্য আর সহজ যোগাযোগ ব্যবস্থার কারণেই শীতকালে উৎসবমুখী বাঙালির নতুন গন্তব্য হয়ে উঠেছে মঙ্গলদ্বীপ।
সেই তালিকায় সদ্য পরিচিতি পাওয়া চাকদা-পায়রাডাঙ্গার মঙ্গলদ্বীপ বর্তমানে অন্যতম আকর্ষণ। গঙ্গার মধ্য স্থলের প্রাকৃতিক সৌন্দর্য আর সহজ যোগাযোগ ব্যবস্থার কারণেই শীতকালে উৎসবমুখী বাঙালির নতুন গন্তব্য হয়ে উঠেছে মঙ্গলদ্বীপ।
advertisement
advertisement
advertisement