
এবারের বিধানসভা নির্বাচনে কটি আসনের জন্য ঝাঁপাবে তৃণমূল কংগ্রেস? দলের জন্য লক্ষ্যমাত্রা স্থির করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের সভা থেকে অভিষেক জানান, তিনি মা তারার কাছে গিয়ে প্রার্থনা করবেন যেন তৃণমূল ২৫০টি আসন পায়। অভিষেক এদিন বলেন, “আমি এখান থেকে আজ মা তারা মন্দিরে যাব। কাল কেষ্টদা বলেছে মন্দিরে, মা যেন ২৩০ আসন দেয়। আমি গিয়ে আজ ২০টা বাড়িয়ে বলব, ২৫০ আসন করে দাও মা“। সেই সঙ্গে এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য যে আগের ফলকেও টপকে যাওয়া তা-ও অভিষেকের কথাতেই স্পষ্ট।





