Kali Puja 2025 : দুর্গাপুরের ট্রাঙ্ক রোড কুমোরটুলিতে দক্ষিণেশ্বর, তারাপিঠের মা কালীর আদলে প্রতিমা তৈরির পাশাপাশি তৈরি হচ্ছে রঘু ডাকাতের কালি, পদ্মাসনা কালী সহ কালীর নানান রুপ।
হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে গিয়েছে, অথচ তখন তাকে উদ্ধারের কুল কিনারা করতে পারছিল না পুলিশ। সিসিটিভির বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখেও তেমন আশাপ্রদ কোনও তথ্য মেলেনি। যখন অন্ধকারে হাতড়ানোর মতো অবস্থা তখন শিশুটিকে উদ্ধারে বড় ভূমিকা নিলেন এক মহিলা।