India Bangladesh border: কাঁটাতারের ওপারে থেকেই বাবার শেষ মুখ দেখলেন বাংলাদেশের বাসিন্দা মেয়ে। এভাবেই যেন বাগদা সীমান্তে মানবিকতার দৃষ্টান্ত তৈরি হল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় মৃত্যুর পর বাবার শেষ মুখ দর্শন সম্ভব হল মেয়ের।
Hoogly Storm : মাত্র কয়েক সেকেন্ডের ঝড়বৃষ্টি। আর তাতেই লণ্ডভণ্ড চন্দননগরের নারুয়া শান্তিরমাঠ এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্ডপ। ক্ষতি হয়েছে বহু মানুষের।