Durga Puja 2025: এই পুজো নিজেদের অনন্য থিম ভাবনার জন্য হুগলি জেলাজুড়ে বরাবরই বিশেষ পরিচিত। প্রতি বছরই একটি সামাজিক বার্তা নিয়ে তাঁদের থিম প্রকাশ পায়। এই বছর চুঁচুড়ার পঞ্চাননতলা দুর্গাপূজা কমিটি লোহার ফ্লাইওভারের আকারে প্যান্ডেল সাজাচ্ছে।
Durga Puja 2025: গ্রিন লাইন মেট্রো'র জেরে কলকাতার পুজোর ভিড় বইছে হাওড়া শহরের উপর! সেই দিক গুরুত্ব রেখে পুজোয় যানজট নিয়ন্ত্রনে হাওড়া সিটি পুলিশ। অন্যান্য বছরের মত টোটো চলাচলে নির্দেশিকা থাকছে হাওড়া সিটি পুলিশের।