বীরভূম জেলা পশ্চিমবঙ্গের “লাল মাটির দেশ” নামে খ্যাত। এর বিশেষত্ব হল শান্তিনিকেতন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। বাউলগান, পৌষমেলা, ঝুমুর নৃত্য এবং লোকসংস্কৃতি এই জেলার পরিচয় বহন করে। এছাড়া তারাপীঠের মন্দির, বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ এবং লাভপুর–কৃষ্ণনগরের টেরাকোটা মন্দির দর্শনীয় স্থান।
Kolkata News- কৃষ্ণনগরের পর কলকাতার বিজয়গড়। কৃষ্ণনগরে প্রেমিকার বাড়িতে ঢুকে গুলি করেছিল প্রেমিক। খুন হন প্রেমিকা। এবার বিজয়গড়ে প্রাক্তন প্রেমিকার বাবাকে খুনের চেষ্টা। তবে বরাতজোরে বাঁচলেন সেই ব্যক্তি।
এসপ্ল্যানেড বা করুণাময়ী থেকে বাসে বোলপুর বা রামপুরহাট যেতে সময় লাগে প্রায় ৪–৫ ঘণ্টা।
কলকাতা থেকে হাওড়া বা শিয়ালদহ থেকে ট্রেনে বোলপুর শান্তিনিকেতন, সিউড়ি বা রামপুরহাটে পৌঁছাতে ৩–৪ ঘণ্টা লাগে।