Food Festival: মেক্সিকান চাওমিন বিক্রি করে পথকুকুরদের সেবা! স্কুলের খাদ্য মেলায় খুদে পড়ুয়ার মানবিকতায় মুগ্ধ গোটা জেলা
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Birbhum Food Festival: চাওমিন খেয়ে অনুদান। পথকুকুরদের জন্য মানবিক বার্তা দিয়ে স্কুলের খাদ্য মেলায় নজর কাড়ল ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া।
বীরভূম, সুদীপ্ত গড়াই: মোমো, পকোড়া, বিরিয়ানি, ফুচকা খাবারের সম্ভারে জমজমাট স্কুলের খাদ্য মেলা। তবে খাবারের স্বাদ নয়, মানবিক বার্তাই এদিন সবচেয়ে বেশি নজর কাড়ল সকলের। বক্রেশ্বর প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ের তৃতীয় বার্ষিক খাদ্য মেলায় পথকুকুরদের খাওয়ানোর জন্য অনুদান সংগ্রহ করে তাক লাগিয়ে দিল ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া সৌরমাল্য ব্যানার্জী। প্রতিবছরের মতো এবছরও বক্রেশ্বর প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়ে আয়োজন করা হয় খাদ্য মেলার।
এই মেলায় বিক্রেতার ভূমিকায় থাকে স্কুলের পড়ুয়ারাই। এবছর মোট ৫৫ জন পড়ুয়া মিলিতভাবে ৩২টি স্টল করে। ছাত্রছাত্রীরা নিজেদের বাড়ি থেকে তৈরি করে এনেছিল নানা ধরনের খাবার ফুচকা, মেক্সিকান চাওমিন, ব্রেড রোল, বিরিয়ানি, পকোড়া, মোমো, ঘুগনি, ছানার পায়েস থেকে শুরু করে পেয়ারা মাখা পর্যন্ত। তবে এবছরের খাদ্য মেলায় আলাদা করে নজর কাড়ে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া সৌরমাল্য ব্যানার্জীর মেক্সিকান চাওমিনের স্টল। তার স্টলে রাখা ছিল কুকুরের ছবি দেওয়া একটি অনুদান বাক্স।
advertisement
আরও পড়ুন: বিপদে এবার শিশুরা নিজেই দেবে যোগ্য জবাব, সপ্তাহে তিন দিন বিনামূল্যে শেখানো হবে মার্শাল আর্ট! পুলিশের বড় উদ্যোগ
নিয়ম ছিল ২০ টাকায় ফুল প্লেট ও ১০ টাকায় হাফ প্লেট চাওমিন নেওয়ার পর টাকা দিতে হবে ওই অনুদান বাক্সে। সৌরমাল্যের কথায়, “যে টাকা উঠেছে, তার এক টাকাও আমি নিজের জন্য নেব না। সব টাকা দিয়ে আমার পাড়ার পথকুকুরদের খাওয়াব।” মানবিকতার পাশাপাশি উপস্থিত বুদ্ধিতেও শিক্ষকদের মুগ্ধ করেছে নবম শ্রেণীর পড়ুয়া শুভজিৎ কান্তি। খাদ্য মেলায় সে মসলা মুড়ির স্টল করেছিল। দ্রুত মসলা মুড়ি শেষ হয়ে যাওয়ায় হতাশ না হয়ে, স্কুলের আর এক ছাত্র সৌভিক নন্দীর কাছ থেকে ঘুগনি কিনে এনে তাতে নিজের মুড়ির মসলা মিশিয়ে নতুনভাবে বিক্রি করে বাড়তি লাভ করে সে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার এই বুদ্ধিমত্তায় রীতিমতো চমকে যান শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন হাসান জানান, “ছাত্রছাত্রীদের বাস্তব জীবনের শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এই খাদ্য মেলার সূচনা। এবছর তৃতীয় বর্ষে পা দিল। শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষও এই মেলায় অংশ নেন। ছাত্ররা যে খাবার এনেছিল, সবটাই বিক্রি হয়েছে।” খাবারের স্বাদের পাশাপাশি মানবিকতা ও বাস্তব জীবনের শিক্ষায় ভর করে এবছরের খাদ্য মেলা হয়ে উঠল এক অনন্য দৃষ্টান্ত।
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 14, 2026 4:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Food Festival: মেক্সিকান চাওমিন বিক্রি করে পথকুকুরদের সেবা! স্কুলের খাদ্য মেলায় খুদে পড়ুয়ার মানবিকতায় মুগ্ধ গোটা জেলা






