জয়দেব-কেন্দুলিতে বিরাট চমক অনুব্রতর...! একতারা হাতে ‘হৃদ মাঝারে’? ঐতিহ্যবাহী বাউল সুরে মেলা মাতালেন কেষ্ট
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Anubrata Mondal In Kenduli: ঐতিহ্য মেনে শুরু হল জয়দেব মেলা! উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বীরভূমের দাপুটে নেতা তথা এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের এক অন্য রূপ। হাতে একতারা তুলে নিয়ে বাউলদের সঙ্গে সুর মেলালেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল মেলার প্রাচীনত্ব ও মাহাত্ম্য তুলে ধরেন। তিনি বলেন, "জয়দেব মেলা বহু পুরনো মেলা, কেউ বলে ৪০০ বছর আবার কেউ বলে ৬০০ বছরের পুরনো। এই মেলার একটা আলাদা গুণ আছে। সংক্রান্তির স্নান আর এখানকার সুন্দর পরিবেশ মানুষকে টানে। পুলিশ ও প্রশাসন মেলা পরিচালনার জন্য খুব ভালো কাজ করছে।" বাউল গানের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, "বাউল একটা পুরনো গান, এর আলাদা অস্তিত্ব আছে। আমি বাউল গান খুব ভালোবাসি।"
advertisement
advertisement







