Birbhum News: বীরভূমের মাঠে 'মিনি আইপিএল', ময়দানে চিয়ারলিডার থেকে থার্ড আম্পায়ার! মেগা ফাইনালে বাজিমাত বোলপুরের
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Birbhum News: সাদা বলের লড়াই, রঙিন পোশাক আর গ্যালারি ভর্তি দর্শকের উন্মাদনা। যেন বসেছিল ছোটখাটো আইপিএলের আসর।
বীরভূম, সুদীপ্ত গড়াই: সাদা বলের লড়াই, রঙিন পোশাক আর গ্যালারি ভর্তি দর্শকের উন্মাদনা। সব মিলিয়ে দুবরাজপুরের ১২ নম্বর ওয়ার্ডের মাঠে যেন বসেছিল ছোটখাটো এক আইপিএলের আসর। গত ১৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘বীরভূম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ট্রফি’র মেগা ফাইনালে সোমবার দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ৪৪ রানে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিল বোলপুর ইয়ুথ টাউন ক্লাব।
ইসলাম স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ঘিরে সোমবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। অনুষ্ঠানের সূচনায় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। মাঠে আধুনিক প্রযুক্তির ছোঁয়া দিতে আয়োজকদের পক্ষ থেকে ছিল থার্ড আম্পায়ার এবং সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। হিন্দি ও বাংলায় ধারাভাষ্য এবং চিয়ারলিডারদের উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দান করে।
advertisement
আরও পড়ুন: নিপা ভাইরাসে আক্রান্ত নার্স! কাটোয়া-মঙ্গলকোটে কাদের সংস্পর্শে এসেছিলেন, খুঁজছে স্বাস্থ্য দফতর! তৈরি বিশেষ টিম
ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ডিএসএ। নির্ধারিত ২০ ওভারে বোলপুর ইয়ুথ টাউন ক্লাব পাহাড়প্রমাণ ২৭৬ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল দুবরাজপুর। শেষ পর্যন্ত লড়াই করলেও নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ২৩২ রানে অলআউট হয়ে যায় তারা। ৪৪ রানে জয়ী হয়ে উৎসবে মেতে ওঠেন বোলপুরের ক্রিকেটাররা।
advertisement
advertisement
আরও পড়ুন: ছিনতাই সেরে মিষ্টির দোকানে ডিজিটাল পেমেন্টেই মিলল সূত্র, পুলিশের ফিল্মি কায়দায় অভিযান! জালে স্নাতক লোন এজেন্ট
টুর্নামেন্টে বিজয়ী দলকে ৬৬,৬৬৬ টাকা এবং রানার্স দলকে ৪৪,৪৪৪ টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, সেরা বোলার ও সেরা ব্যাটারের পুরস্কারও তুলে দেওয়া হয়। মঞ্চ থেকে এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বলেন, “গ্রামগঞ্জে খেলাধুলোর এই প্রসার দেখে আমি আনন্দিত। ইসলাম স্পোর্টিং ক্লাব অত্যন্ত সুন্দর একটি পরিবেশ তৈরি করেছে। খেলার মাঠ হোক বা মানুষের পাশে দাঁড়ানো, ইসলামপুর সবসময় দৃষ্টান্ত তৈরি করে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরো জেলা থেকে বাছাই করা মোট ১৬টি ক্রিকেট দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৮টি দল ছিল দুবরাজপুর শহরের এবং বাকি ৮টি জেলার অন্যান্য প্রান্তের। গত এক মাস ধরে চলা এই টুর্নামেন্টকে ঘিরে গোটা মহকুমায় যে উদ্দীপনা দেখা গিয়েছিল, ফাইনালের জনজোয়ার তাকেই সফলভাবে প্রমাণ করল।
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 13, 2026 8:51 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: বীরভূমের মাঠে 'মিনি আইপিএল', ময়দানে চিয়ারলিডার থেকে থার্ড আম্পায়ার! মেগা ফাইনালে বাজিমাত বোলপুরের








