Accident at School: হুড়মুড়িয়ে পড়ল লোহার গেট, চাপা পড়ে রক্তাক্ত ৩ ছাত্র! বীরভূম জেলা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা

Last Updated:

বীরভূম জেলা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা, হুড়মুড়িয়ে পড়ল লোহার গেট, চাপা পড়ে রক্তাক্ত ৩ ছাত্র!

বীরভূম জেলা স্কুল
বীরভূম জেলা স্কুল
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: ছুটির মুখে ভয়াবহ দুর্ঘটনা বীরভূম জেলা স্কুলে। হুড়মুড়িয়ে খুলে পড়ল স্কুলের ভারি লোহার স্লাইডিং গেট। গেটের তলায় চাপা পড়ে গুরুতর আহত হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রসহ মোট ৩ জন পড়ুয়া। বর্তমানে তারা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে।
স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার সময় স্কুলের মেন গেটের সামনে দাঁড়িয়ে ছিল তিন ছাত্র। সেই সময় স্লাইডিং গেটটি বন্ধ করার চেষ্টা হচ্ছিল। তখনই আচমকা গেটের একটি পাল্লা-কবজা থেকে খুলে সরাসরি ছাত্রদের ওপর আছড়ে পড়ে। গেটের ভার সইতে না পেরে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায় খুদে পড়ুয়ারা।
ঘটনাটি ঘটা মাত্রই উপস্থিত অভিভাবকরা চিৎকার করে ওঠেন এবং তড়িঘড়ি ভারি গেটটি তুলে ছাত্রদের উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
আহত পঞ্চম শ্রেণীর ছাত্র নীলাদ্রি ওঁরাও এর বাবা সঞ্জু ওঁরাও বলেন, “আমি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। তখনই এক অভিভাবক ফোন করে দুঃসংবাদটি দেন। শুনি স্কুলের গেট ছেলের গায়ের ওপর পড়ে গিয়েছে। খবর পেয়েই আমি স্কুলে ছুটে আসি।” স্কুলের পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক অভিভাবক।
advertisement
ঘটনার কারণ নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন স্কুলের প্রধান শিক্ষক চন্দন সাহা। তিনি জানান, “বারবার নিষেধ করা সত্ত্বেও ছাত্ররা গেটে চড়ে খেলাধুলা করে। আজও তারা ঝোলাঝুলি করছিল বলে শুনেছি, তখনই পাল্লাটি খুলে পড়ে। তবে ছাত্ররা খুব গুরুতর আহত হয়নি, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
advertisement
যদিও প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজের সঙ্গে প্রধান শিক্ষকের এই ‘ঝোলাঝুলি’ করার দাবির কিছুটা অমিল পাওয়া গিয়েছে। ফুটেজে ছাত্রদের গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। গেটটি পুরনো হওয়ায় বা রক্ষণাবেক্ষণের অভাবেই এই বিপত্তি কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সুদীপ্ত গড়াই
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident at School: হুড়মুড়িয়ে পড়ল লোহার গেট, চাপা পড়ে রক্তাক্ত ৩ ছাত্র! বীরভূম জেলা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement