Poush Sankranti 2026 Kite Flying: পৌষ সংক্রান্তি মানে আকাশ জুড়ে রঙিন ঘুড়ির মেলা, কেন শুরু এমন প্রথা?

Last Updated:

বর্ধমানের পুরাতনচক, নতুনগঞ্জ, বড়বাজার, বহিলাপাড়া, কার্জনগেট চত্বর, বীরহাটা, খালুইবিল মাঠ,কালীবাজার, ইছলাবাদ সহ শহরের সব এলাকাতেই ঘুড়ি ওড়ানোর উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। শীতের মিঠে রোদ পিঠে নিয়ে চলছে পিঠে খাওয়া, চলছে পিকনিক, সঙ্গে ঘুড়ি ওড়ানো।

News18
News18
বর্ধমান: আজ পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর উৎসবে মেতে উঠেছে বর্ধমান শহরের বাসিন্দারা। সকাল থেকেই বাড়ির ছাদে ছাদে চলছে ঘুড়ি ওড়ানো। চলছে পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গার কাটাকুটি খেলা। শহরের বাসিন্দাদের কথায় ঘুড়ির মেলা। রাজ্যের বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। সে সময় বর্ধমানে একটিও ঘুড়ি ওড়ে না। অথচ আজ পৌষ সংক্রান্তির দিন ঘুড়িতে আকাশ ছেয়ে যায়। এর পেছনে কী কারণ রয়েছে জানেন কী?
রাজবাড়ির শহর বর্ধমান। রাজ আমলের অনেক প্রথাই মেনে চলেন এই শহরের বাসিন্দারা। বর্ধমানের মহারাজ মহাতাব চাঁদ ঘুড়ি ওড়াতে খুব ভালবাসতেন। তিনিই পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর উৎসব শুরু করেন। তাঁর সময়ে রাজবাড়িতে ঘুড়ি তৈরির কারিগরদের নিয়ে আসা হতো। তারা নানা রঙের নানা আকারের ঘুড়ি তৈরি করতো। ঘুড়ির মেলার দিন রাজবাড়ির ছাদে প্রচুর জাকজমক হতো। বন্ধু রাজাদের আমন্ত্রণ জানানো হতো। খানাপিনার সঙ্গে দিনভর চলতো ঘুড়ি ওড়ানো। রাজবাড়ির পক্ষ থেকে প্রজাদেরও ঘুড়ি ওড়ানোর উৎসাহ দেওয়া হতো।
advertisement
advertisement
সেই সময় থেকেই একটানা পৌষ সংক্রান্তিতে বর্ধমান শহরে ঘুড়ির মেলা হয়ে আসছে। শহরের প্রবীণ বাসিন্দারা বলছেন, আগে আরও বেশি ঘুড়ি উড়ত। সময়ের সঙ্গে সঙ্গে সেই চল এখন কমেছে। আজকের শিশু কিশোররা ঘুড়ি লাটাইয়ের বদলে মোবাইল ফোন, ভিডিও গেমে বেশি আসক্ত। মা বাবারাও সারাদিন ছেলে রোদে পুড়ে ঘুড়ি ওড়াক চান না। এসব নানা কারণে ঘুড়ি ওড়ানোর চল কমেছে। তবে অনেকেই রয়েছেন এই দিনটিতে বন্ধু বান্ধবদের নিয়ে ঘুড়ি ওড়ানোর ধারাবাহিকতা বজায় রেখেছেন। তাঁরা রাজ আমলের সেই প্রথা ধরে রেখেছেন বলা যায়।
advertisement
আগের থেকে আকাশে ঘুড়ি কম উড়লেও এখনও কিন্তু উৎসাহ উদ্দীপনা আনন্দের কোনও খামতি নেই। বর্ধমানের পুরাতনচক, নতুনগঞ্জ, বড়বাজার, বহিলাপাড়া, কার্জনগেট চত্বর, বীরহাটা, খালুইবিল মাঠ,কালীবাজার, ইছলাবাদ সহ শহরের সব এলাকাতেই ঘুড়ি ওড়ানোর উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। শীতের মিঠে রোদ পিঠে নিয়ে চলছে পিঠে খাওয়া, চলছে পিকনিক, সঙ্গে ঘুড়ি ওড়ানো। থেকে থেকে রব উঠছে ভো- কাট্টা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Poush Sankranti 2026 Kite Flying: পৌষ সংক্রান্তি মানে আকাশ জুড়ে রঙিন ঘুড়ির মেলা, কেন শুরু এমন প্রথা?
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement