Arijit Singh Fees: সাদামাটা জীবন যাপন! বলিউডের সুপার ডুপার হিট গায়ক, জানেন অরিজিৎ কত পারিশ্রমিক নেন?
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
দেশ-বিদেশে অরিজিতের লাইভ কনসার্টে টিকিটের দাম আকাশছোঁয়া। তবে বাস্তবের মাটিতে পা রেখে চলতে ভালবাসেন বাংলার এই ছেলে। এখনও জিয়াগঞ্জের মানুষ প্রায়ই দেখে স্কুটি চালাচ্ছে অরিজিৎ, পিছনে বসে রয়েছে বউ কোয়েল।
বর্তমানে বলিউড শুধু নয়, গোটা বিশ্বের পয়লা সারির গায়কদের তালিকায় এই মুহূর্তে রয়েছেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জের ছেলের এখন বিশ্বজোড়া নামডাক। বলিউডের যে কোনও হিট সিনেমা মানেই এখন তাতে অরিজিতের গান। এখানেই শেষ নয়, অরিজিতের কনসার্টের টিকিটের দামও আকাশছোঁয়া। কখনও ভেবে দেখেছেন যে, অরিজিৎ এখন একক পারফরম্যান্সের জন্য কত টাকা নেন?
advertisement
advertisement
advertisement
advertisement
অরিজিতের গলায় রোম্যান্টিক গান শুনতে যেমন পছন্দ করেন দর্শক, তেমনই গায়কের রিয়েল লাইফ রোম্যান্সও খুব জনপ্রিয়। বউ কোয়েলের সঙ্গে তাঁর রসায়ন মুগ্ধ করে অনুরাগীদের। অরিজিতের বেশিরভাগ কনসার্টেই থাকেন কোয়েল। ২০১৪ সালে তারাপীঠে খুব ছিমছামভাবেই হয় তাঁদের বিয়েটা। শোনা যায়, অরিজিৎ নাকি তাঁর আশিকি ২-এর বিখ্যাত গান ‘তুম হি হো’ গেয়ে প্রপোজ করেছিলেন হবু বউকে। তাঁদের দুই ছেলে জুল আর আলি।








