রবিবার রাতে প্ল্যাটফর্মে থাকা CCTV ক্যামেরার সেই দৃশ্য প্রকাশ করা হয় খড়্গপুরের রেল বিভাগের তরফে। এই ঘটনার পর সাউথ ইস্টার্ন রেলের সিনিয়র DCM রাজেশ কুমার এস.আই আর.পি.এফ জে.কে. গিরির প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে সেই ভিডিও ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর বিভাগের তরফে।
আরও পড়ুন: ভুল ইউপিআই পেমেন্ট? চিন্তা নেই, দেখে নিন রিফান্ড পাওয়ার উপায়!
advertisement
আরও পড়ুন: বছর শেষে বিভিন্ন গাড়ির উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়, এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি!
প্রসঙ্গত, এর আগেও খড়্গপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তি গুরুতর আহত হন। মেদিনীপুর রেলওয়ে স্টেশনেও এক মহিলা যাত্রী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে ট্রেনের চাকায় ঢোকার আগে রেল পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচেন। বারংবার এই ধরণের ঘটনার ভিডিও প্রকাশ করা হয়েছে রেলের তরফে, কারণ এই ধরনের ভিডিও দেখার পর যদি মানুষের মনে ভয়ভীতি তৈরি হয়। যাতে মানুষ সচেতন হয় এবং কোনও ভাবে চলন্ত ট্রেনেউঠার চেষ্টা না করেন। কিন্তু রবিবারের ঘটনায় আবারও একবার প্রমাণ হল রেলওয়ে কর্তৃপক্ষের হাজার চেষ্টার পরেও মানুষ সচেতন হচ্ছেনা। যার ফলে অনেক মানুষের জীবন অকালেই চলে যাচ্ছে।
Partha Mukherjee






