বছর শেষে বিভিন্ন গাড়ির উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়, এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি!

Last Updated:

বছরের শেষে ছাড় দেওয়া গাড়ি কোম্পানিগুলির একটি স্বাভাবিক নীতি।

#কলকাতা: দেশের বিভিন্ন জনপ্রিয় গাড়ি কোম্পানি বছরের শেষ মাসে তাদের গাড়ির ওপর দারুণ ডিসকাউন্ট অফার দিচ্ছে। এই ছাড় বেশির ভাগই এমন গাড়িতে দেওয়া হচ্ছে যার চাহিদা অন্যান্য গাড়ির তুলনায় কম। আসলে বিভিন্ন জনপ্রিয় গাড়ির কোম্পানি বছর শেষের আগে নিজেদের স্টক পরিষ্কার করার জন্য এই সকল মডেলগুলিতে ছাড় দিচ্ছে। এর ফলে গ্রাহকরা অনেকটাই কম দামে ক্রয় করতে পারবে এই সকল গাড়ি। গাড়ি নির্মাতারা আশা করছে, এই ছাড়ের ফলে গাড়ির কেনাকাটা অনেকটাই বাড়তে পারে। মনে করা হচ্ছে এর ফলে ডিসেম্বরের খুচরো বিক্রয়ও বাড়াবে। কারণ গ্রাহকরা ভাল অফারের কারণে যানবাহন ক্রয় করতে পারবে। বছরের শেষে ছাড় দেওয়া গাড়ি কোম্পানিগুলির একটি স্বাভাবিক নীতি।
মারুতির গাড়িতে নগদ ছাড় -
মারুতি সুজুকি গ্রাহকদের জানুয়ারিতে দাম বাড়ার আগে ডিসেম্বরে কেনাকাটা করার জন্য অনুরোধ করছে। এটি আগের মাসের তুলনায় ডিসেম্বরে Alto, S-Presso, Dzire এবং Eeco-এর মতো মডেলগুলির পাশাপাশি Ciaz, New Baleno এবং Ignis-এর মতো আরও প্রিমিয়াম মডেলগুলিতে নগদ ছাড় বাড়িয়েছে৷ নতুন WagonR এবং Celerio-এর মতো কিছু মডেলের ওপরও ছাড় কমানো হয়েছে। WagonR-এ ৫৭,০০০ টাকা থেকে Alto K10-এ ৭২,০০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে৷
advertisement
advertisement
Tata Motors ছাড় দিচ্ছে ৬৫,০০০ টাকা -
Tata Motors তাদের SUV Safari এবং Harrier-এ মোট ৬৫,০০০ টাকা নগদ ছাড় এবং বিনিময় অফার দিচ্ছে। Tiago এবং Tigor-এর মতো মডেলগুলি ৩৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সহ উপলব্ধ৷ টাটা মোটরসও ঘোষণা করেছে যে তারা জানুয়ারি থেকে তাদের যাত্রীবাহী গাড়ির রেঞ্জের দাম বাড়াবে।
advertisement
এই গাড়িগুলিতে ১ লাখ টাকা পর্যন্ত ছাড় -
Mahindra & Mahindra XUV300 গাড়িতে ১ লাখ টাকা পর্যন্ত এবং Bolero এবং Bolero Neo-তে ৯৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। থরের কিছু পেট্রোল ভ্যারিয়েন্টে ২০,০০০ টাকার ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি হুন্ডাইয়ের পক্ষ থেকেও বিশাল ছাড় দেওয়া হচ্ছে। কোম্পানি Grand i10 Nios-এ ৬৩,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। আর Aura এবং i20-এর মতো মডেলগুলিও ছাড়ের সঙ্গে বিক্রি হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বছর শেষে বিভিন্ন গাড়ির উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়, এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement