আরও পড়ুন: মধ্যরাতের নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেফতার ২
ছাত্র সংগঠন ডিএসও-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল দ্রুত উপাচার্য নিয়োগের জন্য। অবশেষে দীর্ঘ দু'মাস পর উপাচার্য নিয়োগ করা হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। তাও, আবার তিন মাসের জন্য। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি (২০২৩) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে মেয়াদ পূর্ণ করেছেন অধ্যাপক শিবাজী প্রতিম বসু। ৬ জানুয়ারি থেকে অর্থাৎ প্রায় ২ মাসের বেশি সময় ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উপাচার্য-হীন অবস্থায় ছিল। অবশেষে, অধ্যাপক বসু'র জায়গায় পাঠানো হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী-কে। প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 'অধ্যাপক' (Professor ) হিসেবে দায়িত্ব পালন করেছেন পবিত্র বাবু।
advertisement
আরও পড়ুন: শ্বশুরবাড়ি পৌঁছে বিড়ম্বনায় বউমা, ঠাঁয় দাঁড়িয়ে বাইরে! শেষে পুলিশ এসে দরজা খুলল
অপরদিকে, শিবাজী প্রতিম বসু ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বে ফিরে গেছেন। তিনি রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে দুই দফায় গত দেড় বছর (৬ জুলাই ২০২১ থেকে ৫ জানুয়ারি ২০২৩) ধরে সাফল্যের সঙ্গে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘উপাচার্য’ (Vice Chancellor) হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার, আগামী তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক পবিত্র কুমার চক্রবর্তী-কে। পরবর্তী সময়ে নতুন সার্চ কমিটি গঠনের পর বিদ্যাসাগর সহ এই সমস্ত বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে বলে জানা যায়।
দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্য কে সংবর্ধনা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে ডাঃ জয়ন্ত কিশোর নন্দী। উপাচার্য নিয়োগে খুশি পড়ুয়া থেকে ছাত্রসংগঠনগুলি।
Ranjan Chanda