West Midnapore News: অসাবধানে বিদ্যুৎ থেকে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা,এমনকি মৃত্যুও! পড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ

Last Updated:

স্কুল পড়ুয়াদের নিয়ে বিদ্যুৎ বিষয়ে সচেতনতামূলক শিবির আয়োজন করা হল।

+
অসাবধানে

অসাবধানে বিদ্যুৎ থেকে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা, এমনকি মৃত্যুও! পড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ

পশ্চিম মেদিনীপুর: প্রত্যন্ত গ্রামীন এলাকায় নানা সমস্যা দেখা যায়। বিদ্যুৎ থেকে নানা দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে পড়ুয়ারদের সচেতন করা হলো কুইজের মধ্য দিয়ে। ৫২তম জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করছে বিদ্যুৎ দফতর। কেশিয়াড়ি বিদ্যুৎ বন্টন সংস্থার পক্ষ থেকে কেশিয়াড়ির বাঘাস্তি হাইস্কুলে জাতীয় নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়।
গত ৪ মার্চ থেকে শুরু হয়েছে এই সচেতনতামূলক কর্মসূচি। শেষ হবে ১০ মার্চ। এদিন পড়ুয়াদের সামনে বিদ্যুৎ ও তার থেকে নিরাপদ থাকার বিষয় নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিক-সহ ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। বিদ্যুৎ থেকে কোনওরকম দুর্ঘটনা ও মৃত্যু যাতে না হয় সে সম্পর্কে পড়ুয়াদের সচেতন করা হয়। বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করলে তড়িদাহত হওয়ার আশঙ্কা কম। সেই বিষয়ে আলোচনা হয়েছে।
advertisement
advertisement
আগামী দিনেও এমন কর্মসূচি নেওয়া হবে বলে বিদ্যুৎ দফতর সূত্রে খবর। পড়ুয়াদের মধ্য দিয়ে সাধারণ মানুষকে বিদ্যুৎ বিষয়ে সচেতন করা হয় এদিন। এদিন পড়ুয়াদের নিয়ে ক্যুইজ করা হয়েছে। প্রজেক্টারের মাধ্যমে পড়ুয়াদের বিদ্যুত সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়েছে। এদিনের কর্মসূচি নেওয়া হয় বিদ্যুত বন্টন বিভাগ বেলদা ডিভিশনের সহযোগিতায় ও কেশিয়াড়ি বিদ্যুত দফতরের উদ্যোগে।উপস্থিত ছিলেন বিডিও বিপ্লবকুমার দত্ত, আইসি উদয়শংকর মণ্ডল, বেলদা বিদ্যুৎবন্টন সংস্থার ডিভিশনাল ম্যানেজার গৌতম রায়, কেশিয়াড়ির স্টেশন ম্যানেজার সুবীর কুমার প্রমুখ।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: অসাবধানে বিদ্যুৎ থেকে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা,এমনকি মৃত্যুও! পড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement