Offbeat News| Viral Video|| দোল উৎসবে হয় এক অদ্ভূত প্রতিযোগিতা, শুনলে হাঁ হয়ে যাবেন সকলেই
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Bengali Traditionally Festival on Holi 2023: দোল উৎসব উপলক্ষে একাধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল নারায়ণগড়ের একটি উৎসব কমিটি...
নারায়ণগড়: অনলাইন নির্ভর সমাজ ব্যবস্থায় হারিয়ে যাচ্ছে গ্রামীণ নানা খেলা। শিশু থেকে কিশোর, এমনকি বয়স্করা বন্দি মোবাইলে। আনন্দের উৎসব দোলের পাশাপাশি ছোট থেকে বড় সকলেরই মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছিল নানান আকর্ষণীয় খেলার। জলে নেমে মাছ ধরা কিংবা চোখ বন্ধ অবস্থায় হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ের খালিনা এলাকায়।
দোল পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণের পুজোর পাশাপাশি গ্রামের মানুষজনদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। মহিলা থেকে বৃদ্ধ-বৃদ্ধাদের হাঁটা প্রতিযোগিতা, আকর্ষণীয় হাঁস ধরা প্রতিযোগিতা এবং জলে নেমে মাছ ধরা প্রতিযোগিতারও আয়োজন ছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সকাল থেকেই বদলাচ্ছে আবহাওয়া, সপ্তাহান্তে উত্তাল সমুদ্র? রইল দিঘার আবহাওয়ার পূর্বাভাস
প্রসঙ্গত, বিভিন্ন জায়গায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে ও বৃদ্ধ-বৃদ্ধাদের তেমন কোনও খেলা থাকে না। তাঁদের হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয় এ দিন। দুই শতাধিক মানুষ অংশ নেয় এই বিশেষ ক্রীড়া প্রতিযোগিতায়। পাশাপাশি আয়োজন করা হয়েছিল আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতা। খালিনা বাজারে দোল উৎসব কমিটির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মনের জোর নিয়ে ৮০-১০০ বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধারাও অংশ নেয় খেলাধুলায়। চোখ বেঁধে হাঁস ধরা প্রতিযোগিতা অংশ নেয় বাড়ির মহিলারা।
advertisement
ক্লাব কর্মকর্তারা মূলত গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এবং মোবাইলের দুনিয়া থেকে ছেলে-মেয়েদের মাঠমুখী করতে রং উৎসবের পাশাপাশি এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। পাশাপাশি প্রায় সাত দিন ধরে থাকছে নানা সংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা।
Ranjan Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 2:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat News| Viral Video|| দোল উৎসবে হয় এক অদ্ভূত প্রতিযোগিতা, শুনলে হাঁ হয়ে যাবেন সকলেই