TRENDING:

West Medinipur News: বাড়ির তালা ভেঙে লুঠ টাকা, গয়না...দিনেদুপুরে দুঃসাহসিক চুরি চন্দ্রকোণায়

Last Updated:

চন্দ্রকোণা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গাজীপুর এলাকায় শিক্ষক দম্পতির ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়,তদন্তে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: শিক্ষক দম্পতির বাড়িতে চুরি। দোল উৎসব উপলক্ষে সপরিবারে মায়াপুর ইসকন বেড়াতে গিয়েছিলেন শিক্ষক দম্পতি। দু'দিন পর বাড়ি ফিরে  চক্ষু চড়কগাছ!  দেখেন একের পর এক দরজায় তালা ভাঙা! বাড়ির ভিতরে আলমারিরও তালা-ভাঙা, তছনছ! তছনছ গোটা বাড়ি। চন্দ্রকোণা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গাজীপুর এলাকায় শিক্ষক দম্পতির ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়,তদন্তে পুলিশ।
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার ৪ নং ওয়ার্ড গাজীপুর এলাকায়। চুরি হয় স্থানীয় বাসিন্দা সুব্রত বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে । জানা যায়, স্বামী-স্ত্রী দুজনেই স্কুল শিক্ষক। সুব্রতবাবু চন্দ্রকোণার ক্ষীরপাই হাইস্কুলের সহ-শিক্ষক। স্ত্রী যূথী বন্দ্যোপাধ্যায় চন্দ্রকোণা পৌর এলাকারই ঠাকুরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষিকা। তাঁরা জানান, গত সোমবার দুপুরে সপরিবারে মায়াপুর ইসকন বেড়াতে চলে যান। ফেরেন বুধবার সন্ধ্যার পর। বাড়ি ফিরে অক্ষত অবস্থায় থাকা মুল দরজা খুলে দেখেন ভিতরে গ্রিলের দরজার তালা ভাঙা। ভিতরের ঘরগুলিরও তালা ভাঙা। বাড়ির একতলা ও দু'তলার একাধিক ঘর তছনছ করা হয়েছে। সবকিছু ওলটপালট।

advertisement

বাড়ির ভিতরে থাকা পাঁচটি আলমারির মধ্যে কোনওটার তালা ভাঙা, কোনওটা মেঝেতে উল্টানো অবস্থায় পড়ে রয়েছে, কোনও আলমারির তালা ভেঙে সব লুঠ করা হয়েছে, আবার কোনওটাতে ভারী যন্ত্রের আঘাত! দেখে স্পষ্ট, তালা ভাঙার চেষ্টা করা হলেও পেরে ওঠেনি ডাকাতের দল। বাড়ির উঠান থেকে মিলেছে একটি স্ক্রু-ড্রাইভার ও গামছা।পাঁচিল টপকে ভিতরে ঢুকে একের পর এক দরজার তালা ভেঙে লুঠপাট চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

advertisement

খবর দেওয়া হয় চন্দ্রকোণা থানায়।  চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান  শিক্ষক দম্পতি। বাড়িতে নগদ কিছু টাকার পাশাপাশি লক্ষাধিক টাকার সোনার গহনা ছিল। সবকিছুই খোয়া গিয়েছে বলে জানান শিক্ষক দম্পতি। উল্লেখ্য,ওই শিক্ষক দম্পতির বাড়ির থেকে ঢিলছোঁড়া দূরত্বে চন্দ্রকোণা থানা। সামনেই চন্দ্রকোণা সেন্ট্রাল বাসস্ট্যান্ড। এমন জনবহুল এলাকায় বাড়ির তালা ভেঙে ডাকাতির ঘটনায়  স্তম্ভিত  শিক্ষক দম্পতি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সুকান্ত চক্রবর্তী

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বাড়ির তালা ভেঙে লুঠ টাকা, গয়না...দিনেদুপুরে দুঃসাহসিক চুরি চন্দ্রকোণায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল