আরও পড়ুন: সাত মাস ধরে কেউ কিচ্ছু করেনি, মেয়েকে ফিরে পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রীর পরিবার
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের প্রেমবাজারের বাসিন্দা অমলেন্দু নাথ। বর্তমানে তিনি পিংলা থানায় কর্মরত। ছোট থেকেই তাঁর ছবি আঁকার নেশা। ছাত্রাবস্থায় ছবি আঁকা শিখতেন। এরপর পেশাগত চাপে সেই অর্থে ছবি আঁকার সুযোগ হত না। তবে ২০১৫ সাল থেকে আবার নিয়ম করে প্রতিদিন ছবি আঁকা শুরু করেন। কাজের ফাঁকে এতেই আনন্দ পান এই পুলিশকর্মী।
advertisement
পেশাগত কারণে সারাদিনই নানা রকম ব্যস্ততা থাকে। তবু ডিউটির পরে অমলেন্দুবাবু বসে পড়েন সাদা ক্যানভাসের উপরে ছবি আঁকতে। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও আজও মাঝেমধ্যেই তিনি সারারাতজুড়ে ছবি এঁকে চলেন। রাজ্য পুলিশের এই কনস্টেবলের এমন অদ্ভুত শখে আপ্লুত সহকর্মীরাও। তাঁরাও সব সময় ছবি আঁকার জন্য অমলেন্দু নাথকে উৎসাহ দেন।
advertisement
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 13, 2023 4:21 PM IST





