South 24 Parganas News: সাত মাস ধরে কেউ কিচ্ছু করেনি, মেয়েকে ফিরে পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রীর পরিবার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
সাত মাস আগে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়ে যান একাদশ শ্রেণির ছাত্রী। মেয়েকে ফিরে পেতে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন অসহায় মা-বাবা
দক্ষিণ ২৪ পরগনা: সাত মাস আগে স্কুলের পরীক্ষা দিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি একাদশ শ্রেণির ছাত্রী কারিমা শেখ (১৬)। গত ২০০ দিন ধরে ক্যানিংয়ের জীবনতলা থানা থেকে শুরু করে বারুইপুর পুলিশ জেলার কর্তা, সকলের দরজায় দরজায় হন্যে হয়ে ঘুরে বেড়িয়েছেন ওই কিশোরীর মা-বাবা। কিন্তু কোথাও থেকে কোনও সাড়া না পেয়ে রাজ্য মহিলা কমিশনেরও দ্বারস্থ হন। কিন্তু সেখান থেকেও কিছু জানতে পারেননি। তাই এবার শেষ ভরসা হিসেবে তাঁরা দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে মেয়েকে খুঁজে দেওয়ার কাতর আর্জি জানিয়েছেন অসহায় মা-বাবা।
একাদশ শ্রেণির নিখোঁজ ছাত্রী কারিমা শেখ ঘুটিয়ারি শরিফ হাইস্কুলে পড়ে। পরীক্ষা দিতে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি সে। সাত মাসে আগের সেই দিনটি এখনও হুবহু মনে আছে বাবা আকবর শেখ ও মা রোজিনা বিবির। সন্ধে হয়ে গেলেও মেয়ে না ফেরায় তাঁরা মেয়ের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ করেন। কিন্তু কোথা থেকে কিছু জানতে না পেরে শেষে দারস্থ হন জীবনতলা থানার।
advertisement
advertisement
অসহায় ওই দম্পতির অভিযোগ, জীবনতলা থানায় কোনরকম সহযোগিতা পাননি। তাই পরবর্তী পর্যায়ে তাঁরা বারুইপুর জেলা পুলিশের দফতরে যোগাযোগ করেন। তারপরেও থেমে থাকেননি। সরাসরি যোগাযোগ করে ভবানী ভবনে মহিলা কমিশনের দফতরে। এই খোঁজাখুঁজি করতে সাত মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু কোথাও থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। তাই অবশেষে তাঁরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধানের সাহায্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ঠিকানায় চিঠি লিখেছেন। আকবর শেখ এবং রোজিনা বিবির একটাই আর্জি, তাঁদের মেয়েকে ফিরিয়ে দিক প্রশাসন। এই দম্পতির বিশ্বাস মুখ্যমন্ত্রী ঠিক তাঁদের কথা শুনবেন।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: সাত মাস ধরে কেউ কিচ্ছু করেনি, মেয়েকে ফিরে পেতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ছাত্রীর পরিবার