Bankura News: মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা পুজো 'উষ্ণায়নের বিরুদ্ধে সবুজায়ন'-এর বার্তা দিচ্ছে
- Reported by:NILANJAN BANERJEE
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বিশ্ব উষ্ণায়নের বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে বিশেষ থিম বেছে নিয়েছে বাঁকুড়ার বেলিয়াতোড়ের এই দুর্গাপুজো। মহালয়ার আগের দিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন
বাঁকুড়া: বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে অভিনব লড়াই শুরু করল বেলিয়াতোড় সার্বজনীন দুর্গোৎসব।এবার ৫৪ তম বর্ষে পা দিল এই পুজো। তাঁদের এবারের থিম ‘ঊষ্ণায়নের বিরুদ্ধে সবুজায়ন’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন। সেই উপলক্ষে আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ব উষ্ণায়নের ফলে খুব দ্রুত মানব প্রজাতির ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বলে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অথচ একটা বড় অংশের মানুষের এই নিয়ে কোনও হেলদোল নেই। এই বিপদ সম্পর্কে আমজনতাকে সতর্ক ও সচেতন করতেই এমন একটি থিম বেছে নিয়েছে বাঁকুড়ার বেলিয়াতোড় সার্বজনীন দুর্গোৎসব।
advertisement
advertisement
বাঁকুড়া জেলার বেলিয়াতোড় সার্বজনীন দুর্গোৎসব তাদের ৫৪ তম বর্ষে উষ্ণায়নের বিরুদ্ধে সবুজায়ন থিম তৈরি করে সেই সচেতনতাই বৃদ্ধি করতে চায়। বাঁকুড়া জেলাজুড়ে ভার্চুয়ালি মোট ৪২ টি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এই মুহূর্তে এই পুজোর মণ্ডপ তৈরির শেষ পর্যায়ের কাজ চলছে। মণ্ডপের ভিতরে তৈরি করা হয়েছে কৃত্রিম গাছ। বৃক্ষগুলির মধ্যে প্রকাশ পাচ্ছে ‘মাদার নেচার’। বেলিয়াতোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহ-সভাপতি কালীদাস মুখোপাধ্যায় জানান, পৃথিবী এগিয়ে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের দিকে। সেই কারণেই, বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে সবুজায়নের বার্তা দিতে এই থিম বেছে নেওয়া হয়েছে। এই থিমের প্রভাবে যদি একটি মানুষও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতন হন তবে সেটাও বড় প্রাপ্তি হবে উদ্যোক্তাদের।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Oct 13, 2023 3:26 PM IST









