TRENDING:

Paschim Medinipur: নদীগর্ভে গ্রাম গ্রাস হওয়ার আশঙ্কা, আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

নদীগর্ভে চলে গিয়েছে একাধিক চাষযোগ্য জমি। ধীরে ধীরে আরও কৃষিযোগ্য জমি সহ গ্রাম গ্রাস হওয়ার আশঙ্কা করছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের এই সমস্যার সমাধান না করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: নদীগর্ভে চলে গিয়েছে একাধিক চাষযোগ্য জমি। ধীরে ধীরে আরও কৃষিযোগ্য জমি সহ গ্রাম গ্রাস হওয়ার আশঙ্কা করছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের এই সমস্যার সমাধান না করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুরু হয়েছে একের উপর কালি ছোড়া ছুড়ি। এরই মাঝে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। এমনই এক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের বড়কোলা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা খাসতালুক গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষই চাষের উপর নির্ভরশীল। আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী। আর নদীর তীরবর্তীতে রয়েছে চাষযোগ্য জমি। কিন্তু নদী ভাঙ্গনের ফলে ৭ বিঘা চাষযোগ্য জমিতে চাষ বন্ধ। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে নদী ভাঙ্গন। যার ফলে রীতিমতো সমস্যাসহ আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসীরা। সামনেই বর্ষা, আর এই বর্ষাতে নদীতে জলের স্রোত বাড়ে। হয়তো এই নদীর স্রোতে ধীরে ধীরে গ্রাস করতে পারে একাধিক জমি সহ গ্রাম। এই নিয়ে অবশ্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মিলেনি। রাজ্যে ক্ষমতায় শাসক দল থাকলেও বড়কোলা গ্রাম পঞ্চায়েত গেরুয়া শিবিরের দখলে। তাই গ্রামবাসীদের এই সমস্যা নিয়ে শুরু হয়েছে একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ি।
advertisement

গ্রামবাসীদের বক্তব্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু কোনো সুরাহা মিলেনি। আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। ধীরে ধীরে হয়তো চাষযোগ্য জমি সহ পুরো গ্রাম গ্রাস করে ফেলবে নদী। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের S.T সেলের রাজ্য নেতা পিকু মান্ডির অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রধান বিজেপির। উনারা না মেরামত করার জন্যই ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করছে নদী ভাঙ্গন। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন উপর তলা থেকে নিছ তালা পর্যন্ত দুর্নীতি করতে ব্যস্ত বিজেপি নেতারা।

advertisement

আরও পড়ুনঃ Paschim Medinipur: খড়গপুর শিল্প তালুকে তৈরি হতে চলেছে সাইকেল

আরও পড়ুনঃ West Medinipur News: ৯ মাস ধরে নেই পানীয় জল! হাহাকার গ্রামবাসীদের

View More

অন্যদিকে বড়কোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন বেরা বলেন, আমরা খবর নিয়ে শুনলাম সামান্য নদী ভাঙ্গন দেখা দিয়েছে। যদিও গ্রামবাসীদের তরফ থেকে কোনো লিখিত আকারে আসেনি। যদি লিখিত আকারে আসে আমরা তাহলে চিন্তাভাবনা কোরবো কি হয় কি না হয়। এই ধরনের কাজ জেলা পরিষদ করে। প্রধান এসব কাজ করে না। আর আমাদের ওখানে হাত দিতে দেবে না। যদি কেউ বলে থাকে তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে হয়রানী করা হচ্ছে। আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: নদীগর্ভে গ্রাম গ্রাস হওয়ার আশঙ্কা, আতঙ্কে গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল