গ্রামবাসীদের বক্তব্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু কোনো সুরাহা মিলেনি। আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। ধীরে ধীরে হয়তো চাষযোগ্য জমি সহ পুরো গ্রাম গ্রাস করে ফেলবে নদী। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের S.T সেলের রাজ্য নেতা পিকু মান্ডির অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রধান বিজেপির। উনারা না মেরামত করার জন্যই ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করছে নদী ভাঙ্গন। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন উপর তলা থেকে নিছ তালা পর্যন্ত দুর্নীতি করতে ব্যস্ত বিজেপি নেতারা।
advertisement
আরও পড়ুনঃ Paschim Medinipur: খড়গপুর শিল্প তালুকে তৈরি হতে চলেছে সাইকেল
আরও পড়ুনঃ West Medinipur News: ৯ মাস ধরে নেই পানীয় জল! হাহাকার গ্রামবাসীদের
অন্যদিকে বড়কোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন বেরা বলেন, আমরা খবর নিয়ে শুনলাম সামান্য নদী ভাঙ্গন দেখা দিয়েছে। যদিও গ্রামবাসীদের তরফ থেকে কোনো লিখিত আকারে আসেনি। যদি লিখিত আকারে আসে আমরা তাহলে চিন্তাভাবনা কোরবো কি হয় কি না হয়। এই ধরনের কাজ জেলা পরিষদ করে। প্রধান এসব কাজ করে না। আর আমাদের ওখানে হাত দিতে দেবে না। যদি কেউ বলে থাকে তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে হয়রানী করা হচ্ছে। আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে।
Partha Mukherjee