মাত্র আট মাস আগে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আয়েষা রানি। দায়িত্ব নেওয়ার পর একের পর এক সাহসী পদক্ষেপ করে খবরের শিরোনামে উঠে আসেন। কখনও মোহনপুর ব্রিজের উপরে ওভারলোড গাড়ি চলাচলে নিষেধ, আবার কখনও কংসাবতী নদীতে অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযান চালান।
আরও পড়ুন: জঙ্গলে আগুন! বিপন্ন পশুপাখিরা, পরিবেশ বাঁচানোর আবেদন পরিবেশপ্রেমীদের
advertisement
২০২২ এর জুন মাসে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দায়িত্ব নিয়েছিলেন আয়েষা রানি। তিনি এর আগে ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুরের মত জেলার জেলাশাসক পদে দায়িত্ব সামলান। পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে জরাজীর্ণ মোহনপুর ব্রিজ (বীরেন্দ্র সেতু) এর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছিলেন। গভীর রাতে পুলিশকে না জানিয়ে একাই বের হন অবৈধ বালি খাদানের বিরুদ্ধে অভিযানে! বুধবার (৮ ফেব্রুয়ারি)-ও কেশিয়াড়িতে 'দুয়ারে ডাক্তার' কর্মসূচির উদ্বোধন করেছিলেন আয়েষা রানি। রাতের দিকে তার বদলির নির্দেশ জারি হয়। প্রশাসন সূত্রে খবর এটা একেবারেই রুটিন বদলি। আরও বেশ কয়েকটি জেলায় প্রশাসনিক স্তরের রদবদল করেছেন নবান্ন।
রঞ্জন চন্দ