পশ্চিম মেদনীপুরের শালবনির জুয়ালভাঙা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির ছাত্র চিন্ময় মাহাত। তাদের চক্রের সমস্ত স্কুলকে নিয়ে গত ২৮ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হয়। সেখান থেকে ফেরার পথে টোটো দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিন্ময়কে কটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার জটিল অস্ত্রোপচার হয়। বর্তমানে ফুটফুটে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল ও বিপদমুক্ত। কিন্তু ভিন রাজ্যে গিয়ে চিকিৎসা করা, অস্ত্রপ্রচারের বিপুল খরচ বহন করার ক্ষমতা তার পরিবারের নেই। চিন্ময়ের বাবার কোনও স্থায়ী রোজগার নেই।
advertisement
আরও পড়ুন: জল সেচের ব্যবস্থা নেই, সর্ষে চাষ করে বিপাকে কালচিনির কৃষকরা
এই অবস্থায় সদর উত্তর চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে কনভেনার দেবশ্রী মুখার্জি বিশেষ উদ্যোগ নেন। তিনি এলাকায় কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকার কাছে আবেদন রাখেন শিশুটির চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। চিন্ময়ের নিজের স্কুল জুয়ালভাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিত নন্দীও অনলাইনে অন্য শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে অর্থ সাহায্য তুলে ওই ছাত্রর পরিবারের হাতে তুলে দেন। এই প্রসঙ্গে দেবশ্রী মুখার্জি বলেন, এই সাহায্যটা করতে পেরে আমি নিজেকে গর্ব অনুভব করছি। বাকি যারা সাহায্য করতে এগিয়ে এসেছেন তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি।
রঞ্জন চন্দ