আরও পড়ুন Murshidabad News: ছট পুজোর আগেই ফারাক্কার গঙ্গায় আতঙ্ক! দেখা গেল কুমির
প্রসঙ্গত, মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুল লাগোয়া কংসাবতী নদীর ঘাটে মেদিনীপুর পুরসভার উদ্যোগে আয়োজিত ছট পুজোর অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ বানানো হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন রবিবার সন্ধ্যা নাগাদ হঠাৎই অনুষ্ঠান মঞ্চ ভেঙে পড়ে কমবেশি আহত হন দু'জন। উল্লেখ্য, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং ছট পুজো মহোৎসব জনতা সেবা সমিতির পরিচালনায় কংসাবতী নদী ঘাটে ছট পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক জুন মালিয়া, এমকেডিএ চেয়ারম্যান ও খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান প্রমুখ সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুন Jalpaiguri News: ওঝার কেরামতিতে সব শেষ সাপে কাটা রোগীর! কুসংস্কারের বলি এক নাবালক!
মঞ্চে জেলাশাসক বক্তব্য রাখার পর মুহুর্তেই হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চ। ঘটনা ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ঘটনায় মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান জেলাশাসক সহ অন্যান্য অতিথিরা। মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক জুন মালিয়া বলেন, মঞ্চে যাঁরা ছিলেন তাঁরা সকলেই ভগবানের কৃপায় সুস্থ আছেন। কেউই জখম হননি।
Partha Mukherjee