Jalpaiguri News: ওঝার কেরামতিতে সব শেষ সাপে কাটা রোগীর! কুসংস্কারের বলি এক নাবালক!
- Published by:Pooja Basu
Last Updated:
মামার বাড়িতে বেড়াতে এসে সব শেষ৷ বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু ঘটল এক নাবালকের।
#জলপাইগুড়ি: মামার বাড়িতে বেড়াতে এসে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু ঘটল এক নাবালকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিপাড়া সংলগ্ন জোড়া কদম এলাকায়। মামার বাড়িতে বেড়াতে এসে কালী পুজো উপলক্ষে পাহাড় বানানোর সময় বিষাক্ত সাপের ছোবল, ওঝার বুজরুকিতে কেটে যায় সময়, মৃত্যু নাবালকের।
উৎসবের দিনে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বক্সিপাড়া সংলগ্ন জোড়া কদম এলাকায়। দীপাবলির সকালে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গিয়েছে মৃত নাবালকের বাড়ি জলপাইগুড়ির সদর ব্লকের গড়ালবাড়ি এলাকায়। পুজোর ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে এসেছিল সে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুদের সঙ্গে বাড়িতে মাটি দিয়ে কিছু কাজ করছিল সে৷ তৈরি করা হচ্ছিল মাটির পাহাড়। সেই সময় একটি বিষধর সাপ কামড়ে দেয় তাকে। গুরুতর অসুস্থ অবস্থায় তড়িঘড়ি করে এলাকার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক সময় নষ্ট হলেও কাজের কাজ কিছুই হয়নি। অসুস্থ নাবালকের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এরপর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওঝার বুজরুকির কারণে সময় নষ্ট হওয়ায় ছেলেটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
First Published :
October 24, 2022 5:06 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ওঝার কেরামতিতে সব শেষ সাপে কাটা রোগীর! কুসংস্কারের বলি এক নাবালক!