৮ বছরের বাচ্চার হাতের কাজে তাক লেগেছে! বানিয়েছে ১ ফুটের কালী প্রতিমা

Last Updated:
স্কুলের কোনও প্রোজেক্ট নয়, একেবারে নিজের ইচ্ছায়, পড়ার ফাঁকে ফাঁকে তৈরি করে ফেলেছে মা কালীর মূর্তি৷ বয়স মাত্র ৮ বছর৷ আর এই কম বয়সেই প্রতিভা প্রকাশ পাচ্ছে অরণ্যর৷
1/7
ছোট থেকে রয়েছে তার শিল্পের প্রতি টান। প্রতিমা তৈরি তার অন্যতম শখ। বেশ কিছুদিন আগে দেড় ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে পুরুলিয়াবাসীকে অবাক করেছিল ৮ বছরের খুদে অরণ্য দত্ত। এবার শ্যামা পূজোয় এক ফুটের কালী প্রতিমা বানিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সে।
ছোট থেকে রয়েছে তার শিল্পের প্রতি টান। প্রতিমা তৈরি তার অন্যতম শখ। বেশ কিছুদিন আগে দেড় ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে পুরুলিয়াবাসীকে অবাক করেছিল ৮ বছরের খুদে অরণ্য দত্ত। এবার শ্যামা পূজোয় এক ফুটের কালী প্রতিমা বানিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে সে।
advertisement
2/7
পুরুলিয়া শহরের চকবাজার এলাকার বাসিন্দা অরণ্য দত্ত৷ এলাকারই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুরুলিয়া শহরের চকবাজার এলাকার বাসিন্দা অরণ্য দত্ত৷ এলাকারই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় বর্ষের ছাত্র।
advertisement
3/7
সারা বছরই পড়াশোনা পাশাপাশি নানান হাতের কাজ করে থাকে অরণ্য। ফেলে দেওয়া জিনিসপত্রকে একসঙ্গে সাজিয়ে এক ফুটের কালী প্রতিমা বানিয়ে অরণ্য তাক লাগিয়ে দিচ্ছে পুরুলিয়াবাসীকে।
সারা বছরই পড়াশোনা পাশাপাশি নানান হাতের কাজ করে থাকে অরণ্য। ফেলে দেওয়া জিনিসপত্রকে একসঙ্গে সাজিয়ে এক ফুটের কালী প্রতিমা বানিয়ে অরণ্য তাক লাগিয়ে দিচ্ছে পুরুলিয়াবাসীকে।
advertisement
4/7
কাগজ ও রং তুলির জাদুতে সে বানিয়ে ফেলেছে নিখুঁত কালী প্রতিমা।
কাগজ ও রং তুলির জাদুতে সে বানিয়ে ফেলেছে নিখুঁত কালী প্রতিমা।
advertisement
5/7
বাবা সোমনাথ দত্ত জানিয়েছেন, " ছেলে স্কুলের পর বাকি সময়টুকু খেলাধুলা বাদ দিয়ে বেশ কয়েকদিন ধরে তৈরি করেছে কালী মূর্তি। ছোট থেকেই তার প্রতিমা বানানোর প্রতি ঝোঁক রয়েছে"।
বাবা সোমনাথ দত্ত জানিয়েছেন, " ছেলে স্কুলের পর বাকি সময়টুকু খেলাধুলা বাদ দিয়ে বেশ কয়েকদিন ধরে তৈরি করেছে কালী মূর্তি। ছোট থেকেই তার প্রতিমা বানানোর প্রতি ঝোঁক রয়েছে"।
advertisement
6/7
এ বিষয়ে খুদে শিল্পী অরণ্য দত্ত জানিয়েছে, "প্রতিমা বানাতে ভীষণ ভাল লাগে। প্রতিমা তৈরিতে মা-বাবা যথাযথ সাহায্য করেছে"। ‌
এ বিষয়ে খুদে শিল্পী অরণ্য দত্ত জানিয়েছে, "প্রতিমা বানাতে ভীষণ ভাল লাগে। প্রতিমা তৈরিতে মা-বাবা যথাযথ সাহায্য করেছে"। ‌
advertisement
7/7
বর্তমানে যেখানে মোবাইলের গেম খেলায় আসক্ত হচ্ছে ছোট শিশুরা সেখানে আট বছরের খুদে অরণ্য দত্তের এহেন প্রতিভা সত্যিই প্রশংসনীয়।
বর্তমানে যেখানে মোবাইলের গেম খেলায় আসক্ত হচ্ছে ছোট শিশুরা সেখানে আট বছরের খুদে অরণ্য দত্তের এহেন প্রতিভা সত্যিই প্রশংসনীয়।
advertisement
advertisement
advertisement