Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়

Last Updated:

North 24 Parganas News: সোনা ছেড়ে ঝাঁটা কেনায় মেতেছেন গৃহিনীরা৷ এতেই ঘটবে সংসারের শ্রীবৃদ্ধি, মানছেন সকলে৷

ঝাঁটা কেনার ভিড়
ঝাঁটা কেনার ভিড়
#উত্তর ২৪ পরগনা: এক রাতেই বড়লোক হয়ে গেলেন ঝাঁটা ব্যবসায়ীরা! ধনতেরাসের শুভ ক্ষণে জেলার বাজার গুলিতে লক্ষ্য করা গেল উপচে পড়া ভিড়। অন্যান্য দোকানগুলিতে ভিড় থাকলেও, ঝাঁটার দোকানে দেখা গেল লাইন দিয়ে ঝাঁটা কেনার হিড়িক। অশোকনগর গোলবাজার এলাকায় মহিলাদের ঝাঁটা কেনার ভিড় দেখতে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
মহিলাদের ঝাঁটা কেনার ভিড় সামাল দিতে একসময় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথা ও বলা হয় বাজার সমিতির তরফ থেকে। বছরে যে দোকানে খুব বেশি লোকের আনাগোনা হয় না সেই দোকানেও এদিন বিক্রি হল কয়েক হাজার টাকার ছাটা। নারকেল ঝাঁটা, ফুল ঝাড়ু সহ এদিন প্রায় সমস্ত দোকানেরই স্টক খালি হয়ে গিয়েছে বলে জানা গেল। একদিনে প্রায় লক্ষাধিক টাকার ঝাঁটা বিক্রি হলো বাজার গুলিতে।
advertisement
আরও পড়ুন Birbhum News :খেলা হওয়ার আগেই শেষ 'খেলা হবে' নিষিদ্ধ শব্দবাজি 
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ধনতেরাস উপলক্ষে জ্যোতিষীরা নানা উপায় বলে থাকেন ধনসম্পত্তি বৃদ্ধিসহ সংসারে শান্তি বজায় রাখার টিপস হিসেবে। এর ফলে গত কয়েক বছরে এইদিনে ঝাঁটা কেনার হিরিক মহিলাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছে বলেই জানালেন বাজারের ঝাঁটা ব্যবসায়ীরা। অনুমান, ধনতেরসে ঝাঁটা কিনলে সংসারের মঙ্গল এর পাশাপাশি ধনসম্পদ বৃদ্ধি পায়। এই ঝাঁটা কিনলে ঘরের অলক্ষ্মী বিদায় হয়। এমনই নানা মত বাজারে ঝাঁটা কিনতে আসা মহিলাদের। আর তার ফলেই বাজার গুলিতে উপচে পরেছে ভিড়।
advertisement
advertisement
 
প্রতি বছরই কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালন করা হয়। তাছাড়াও এই দিনে সোনা, রুপো, বাসনপত্র, যানবাহন কেনা খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। কেউ বিষয়টি দেখে ছুটছে বাজারে, কেউ আবার লোক মুখে শুনেই গিয়েছে ঝাঁটা কিনতে। ঝাঁটা পুজো করে, তারপরই সেই ঝাঁটা ব্যবহার করতে শুরু করবেন বলেও জানালেন অনেক মহিলাই, তবেই নাকি জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে অনেক উন্নতি লাভ ঘটবে। তাই শুভক্ষণ থাকতে মানুষ ছুটছে তাদের সাধ্যমতো জিনিস কিনে ঘরে ঢোকাতে, তা ঝাঁটাই হোক বা সোনা রূপো। আজও বাজার গুলিতে দেখা যাচ্ছে ঝাঁটা কেনার ভিড়। গুলবাজের এক ব্যবসায়ী জানালেন, ধনতেরাসের এক রাতেই তার সারা বছরের লোকসান পুষিয়ে দিয়েছে ঝাঁটা।
advertisement
রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Dhanteras: এক রাতেই বড়লোক হলেন ঝাঁটা ব্যবসায়ীরা, ধনতেরসে ঝাঁটা কেনার হিড়িক জেলায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement