Birbhum News :খেলা হওয়ার আগেই শেষ 'খেলা হবে' নিষিদ্ধ শব্দবাজি 

Last Updated:

'খেলা হবে' এই স্লোগান প্রত্যেকের কাছেই পরিচিত।

খেলা হবে শব্দ বাজি
খেলা হবে শব্দ বাজি
#বীরভূম : 'খেলা হবে' এই স্লোগান প্রত্যেকের কাছেই পরিচিত। একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল এই স্লোগান তুলে দলের নেতাকর্মীদের মন চাঙ্গা করার পাশাপাশি মন জয় করেছিল আমজনতার। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও এই গান বাজতে দেখা যায়। এমনকি রাজ্যের গণ্ডি পার করে ভিন রাজ্যেও খেলা হবে স্লোগান যথেষ্ট জনপ্রিয়তা পায়।
খেলা হবে স্লোগান এবং গান এতটাই জনপ্রিয়তা পায় যে বিভিন্ন সময় পোশাক-আশাকেই এই দুটি শব্দ নজরে পড়তে দেখা যায়। সেই রকমই এবার দীপাবলীর আগে নিষিদ্ধ বাজি পটকা গায়ে দেখা গেল খেলা হবে। যদিও সেই খেলা হওয়ার আগেই খেলা হবে লেখা নিষিদ্ধ বাজি পটকা এলো পুলিশের হাতে।
advertisement
advertisement
বীরভূমের দুবরাজপুর পুলিশের তরফ থেকে অভিযান চালিয়ে এই ধরনের নামাঙ্কিত বিপুল পরিমাণ বাজ পটকা আটক করে এবং এই নিষিদ্ধ বাজিপটকা বিক্রি করার অপরাধে দুজনকে গ্রেফতার করা হয়। গত কয়েকদিন ধরেই দুবরাজপুর থানার পুলিশ নিষিদ্ধ বাজিপটকা বিক্রি ঠেকাতে সাদা পোশাকে অভিযান চালাচ্ছে। এই অভিযান চালানোর সময় বিপুল পরিমাণ এই বাজি পটকা উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়।
advertisement
নিষিদ্ধ এই বাজি পটকা বিক্রি করার অপরাধে যে দুজনকে দুবরাজপুর থানার পুলিশ গ্রেফতার করেছে তারা হলেন সুমন দত্ত এবং চঞ্চল এন্দা। দুজনেরই বাড়ি দুবরাজপুর থানা এলাকায়। সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পর মঙ্গলবার আদালতে পেশ করা হয়।
advertisement
প্রসঙ্গত, দীপাবলীর সময় প্রতি বছর নিষিদ্ধ শব্দ বাজির রমরমা দেখা যায়। পরিবেশ দূষণ ঠেকাতে এই ধরনের শব্দবাজি বিক্রি করার ক্ষেত্রে কঠোর হাতে প্রশাসনকে পদক্ষেপ নিতে দেখা যায়। সেই রকম এই বছরও বিভিন্ন জায়গায় চলছে অভিযান। এর পাশাপাশি গত রবিবার দুবরাজপুর থানায় কালীপুজোর আগে শান্তি কমিটির বৈঠকে বারংবার নিষিদ্ধ শব্দবাজি কেনাবেচা যাতে না করা হয় তার জন্য সতর্ক করা হয়েছিল। তবে তার পরেও নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অপরাধে এই দুজনকে গ্রেফতার করল পুলিশ।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News :খেলা হওয়ার আগেই শেষ 'খেলা হবে' নিষিদ্ধ শব্দবাজি 
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement