Birbhum News: চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা! বাড়ছে আতঙ্ক, কী ব্যবস্থা নিচ্ছে রেল?
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত শনিবার হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস মালদা যাওয়ার সময় তারাপীঠ ও রামপুরহাটের মাঝে দুই যাত্রীর মধ্যে বচসা বাঁধে। এই বচসা এমন জায়গায় গড়ায় যে একজন রেল যাত্রী অন্য রেলযাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেন।
#বীরভূম : গত শনিবার হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস মালদা যাওয়ার সময় তারাপীঠ ও রামপুরহাটের মাঝে দুই যাত্রীর মধ্যে বচসা বাঁধে। এই বচসা এমন জায়গায় গড়ায় যে একজন রেল যাত্রী অন্য রেলযাত্রীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেন। ট্রেনের বাইরে পড়ে যাওয়া যাত্রী সজল শেখ বরাত জুড়ে বেঁচে যান। তবে তিনি গুরুতর আহত অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে অপর যাত্রীর কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। সেই রাতের এমন ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং সেই ভিডিও যারা দেখেছেন তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
বিশেষ করে যে সকল রেল যাত্রীরা রাতের ট্রেনে যাতায়াত করেন তাদের মধ্যে আতঙ্কের শেষ নেই। তারা এই ভিডিও দেখার পর যখনই তাদের এই ঘটনা মনে পড়ছে তখনই তারা আঁতকে উঠেছেন। যদি তাদের সঙ্গেও কোনদিন এমন ঘটনা ঘটে তাহলে কী হবে! এর সঙ্গে সঙ্গে তারা দাবি তুলছেন, রেল কর্তৃপক্ষ যাতে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।
advertisement
advertisement
কারণ হিসাবে তারা জানিয়েছেন, দূর দূরান্তে কাজে যাওয়ার ক্ষেত্রে তাদের বহু সময় রাতের ট্রেনে যাতায়াত করতে হয়। সেই রাতের এমন ঘটনায় ট্রেন থেকে পড়ে যাওয়া যুবক বেঁচে গিয়েছেন ভাগ্যের বিষয়। কিন্তু তার প্রাণ যদি চলে যেত তাহলে কী হতো! ট্রেনের নিরাপত্তা নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার দিকে নজর রাখা হবে।
advertisement
Madhab Das
Location :
First Published :
October 18, 2022 12:59 PM IST