Birbhum News: জাতীয় স্তরে সঙ্গীত প্রতিযোগিতায় চমক ৯ বছরের আনন্দীর
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
প্রতিযোগিতায় প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর বিভাগে প্রথম স্থান অধিকার করে বীরভূমের মুখ উজ্জ্বল করল সিউড়ির নয় বছরের খুদে আনন্দী ব্যানার্জি।
#বীরভূম : জাতীয় স্তরে অনলাইনে একটি সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ ফাউন্ডেশন আর্ট এন্ড কালচারের তরফ থেকে এই ক্লাসিকাল সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর বিভাগে প্রথম স্থান অধিকার করে বীরভূমের মুখ উজ্জ্বল করল সিউড়ির নয় বছরের খুদে আনন্দী ব্যানার্জি। জাতীয় স্তরের এই ক্ল্যাসিকেল গানের প্রতিযোগিতার অংশগ্রহণ করে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর বিভাগে প্রথম স্থানাধিকার করা আনন্দী বীরভূমের সিউড়ির সুকান্ত পল্লীর খুদে।
সে বর্তমানে পাইকপাড়ার সরোজনী দেবী সরস্বতী শিশু মন্দিরের তৃতীয় শ্রেণীর ছাত্রী। বাবা গৌতম ব্যানার্জি নিজের ব্যক্তিগত পেশার পাশাপাশি নাট্য জগতের সঙ্গে যুক্ত এবং মা পম্পা ব্যানার্জিও ভালো গান করতে পারেন। আনন্দে বিভিন্ন গানের শিক্ষক-শিক্ষিকা থাকলেও বাড়িতে পুরো দায়িত্ব সামলান তার মা পম্পা।
advertisement
আরও পড়ুনঃ হাত নয়, জিভ দিয়ে সিন্থেসাইজার বাজিয়ে ভাইরাল নবকুমার!
তারা এই প্রতিযোগিতার বিষয়ে জানতে পারেন আনন্দীর গানের শিক্ষক ভবানন্দ দাসের থেকে এবং তারপরেই তারা আবেদন করেন। এই প্রতিযোগিতা হয় ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতাটি লাইভ প্রোগ্রামের মধ্য দিয়ে হয়। এই প্রতিযোগিতায় আনন্দীর বিভাগে দেশের ৫০০-র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সম্প্রতি ৮ অক্টোবর ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় আনন্দী জাতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ তারাপীঠ না এসেই তারা মায়ের পুজো দিতে চান! জেনে নিন সঠিক পদ্ধতি
আনন্দী এই প্রথম জাতীয় স্তরে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এমন স্থান অধিকার করল। স্বাভাবিকভাবেই তার এমন স্থান অধিকারের পরিপ্রেক্ষিতে আপ্লুত তার বাবা-মা এবং এলাকার বাসিন্দারা। অন্যদিকে আগামী দিনেও বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এও বলে রাখা ভালো, আনন্দী ছোট থেকেই বিভিন্ন জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মঞ্চে পারফর্ম করেছে অন্যান্য শিল্পীদের সঙ্গে।
advertisement
Madhab Das
Location :
First Published :
October 17, 2022 8:16 PM IST