Birbhum News: তারাপীঠ না এসেই তারা মায়ের পুজো দিতে চান! জেনে নিন সঠিক পদ্ধতি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
করোনাকালে ডিজিটাল মাধ্যমে ব্যবহার বেড়েছে সবচেয়ে বেশি। পড়াশোনা থেকে চিকিৎসা সবকিছুই ডিজিটাল মাধ্যমে মধ্য দিয়ে সহজ হয়ে যাওয়ার পাশাপাশি পূজার্চনার ক্ষেত্রেও এই ডিজিটাল মাধ্যমে ব্যবহার বেড়েছে।
#বীরভূম : করোনাকালে ডিজিটাল মাধ্যমে ব্যবহার বেড়েছে সবচেয়ে বেশি। পড়াশোনা থেকে চিকিৎসা সবকিছুই ডিজিটাল মাধ্যমে মধ্য দিয়ে সহজ হয়ে যাওয়ার পাশাপাশি পূজার্চনার ক্ষেত্রেও এই ডিজিটাল মাধ্যমে ব্যবহার বেড়েছে। বহু ক্ষেত্রেই দেখা যায় অনলাইনে পুজো দেওয়া, বাড়িতে প্রসাদ ডেলিভারি নেওয়া ইত্যাদি চলছে। অর্থাৎ তীর্থক্ষেত্রে না গিয়েই পুণ্য লাভ সম্ভব হচ্ছে এখন অনলাইনের দৌলতে।
দেশের বিভিন্ন জায়গায় অনলাইনে এইভাবে পুজো দেওয়ার পাশাপাশি তারাপীঠেও অনলাইনে পুজো দেওয়ার বিজ্ঞাপন দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অনলাইনে তারা মায়ের পুজো দেওয়ার যে সকল ব্যবস্থা রয়েছে সেগুলি সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন তারাপীঠ মন্দির সেবায়েত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। তার এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, যারা অনলাইনে পুজো দিচ্ছেন তাদের পুজো আদৌ তারা-মায়ের কাছে যাচ্ছে তো!
advertisement
আরও পড়ুনঃ হাত নয়, জিভ দিয়ে সিন্থেসাইজার বাজিয়ে ভাইরাল নবকুমার!
তবে এর পাশাপাশি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, তারাপীঠে সশরীরে আসতে না পারলেও পুণ্যার্থীরা তাদের পুজো দিতে পারবেন সঠিক পদ্ধতি অবলম্বন করে। সেক্ষেত্রে পুণ্যার্থীদের সরাসরি ভাবে যোগাযোগ করতে হবে তারাপীঠে সরাসরি যুক্ত এবং পুণ্যার্থীদের পরিচিত সেবায়তদের সঙ্গে। সেক্ষেত্রে তারাপীঠে না এসেও তারা মায়ের পুজো দেওয়া সম্ভব। তবে তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে যারা অনলাইনে পুজো দেওয়ার নামে বিজ্ঞাপন ছড়াচ্ছেন তারা কোনভাবেই তারাপীঠ মন্দিরের সঙ্গে যুক্ত নন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দু’টি আগ্নেয়াস্ত্র ও ছ’টি কার্তুজ সহ অনুব্রত মণ্ডলের গ্রামে গ্রেফতার দুই
সুতরাং অনলাইনে পুজো দেওয়ার আগে পুণ্যার্থীদের দশবার ভাবতে হবে। প্রসঙ্গত, তারাপীঠের তারা মাকে বিভিন্ন পুণ্য তিথিতে নানা রূপে পূজা করা হয়ে থাকে। যেমন দুর্গাপুজোর সময় দেবী দুর্গা, লক্ষ্মী পূজোর সময় দেবী লক্ষ্মী, জগদ্ধাত্রী পুজোর সময় দেবী জগদ্ধাত্রী রূপে পুজো করা হয়। সেই রকমই দীপান্বিতা অমাবশ্যায় তারা মাকে দেবী কালি রূপে পুজো করা হবে। এই কালীপুজোর আগে যাতে পূর্ণ্যার্থীরা কোনরকম প্রতারণার সম্মুখীন তার জন্য এই বার্তা দেওয়া হয়েছে তারাপীঠ মন্দির সেবায়েত কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের তরফ থেকে।
advertisement
Madhab Das
Location :
First Published :
October 16, 2022 2:11 AM IST