Birbhum News : দু’টি আগ্নেয়াস্ত্র ও ছ’টি কার্তুজ সহ অনুব্রত মণ্ডলের গ্রামে গ্রেফতার দুই

Last Updated:

নানুর থানার অন্তর্গত হাটসেরান্দি গ্রামে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল নানুর থানার পুলিশ।

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই
আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই
#বীরভূম: নানুর থানার অন্তর্গত হাটসেরান্দি গ্রামে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল নানুর থানার পুলিশ। এই দুজনকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের গ্রাম হাটসেরান্দির বাসস্ট্যান্ড থেকে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় এবং তারই পরিপ্রেক্ষিতে এই দুই অভিযুক্ত পুলিশের হাতে আসে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুইজন নানুর থেকে বোলপুরে যাচ্ছিলেন। কোন এক ব্যক্তিকে সেই সকল আগ্নেয়াস্ত্র বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের। এই খবর পাওয়ার পর নানুর থানার পুলিশ হাটসেরান্দি গ্রামের যে বাসস্ট্যান্ড রয়েছে সেখানে ওঁৎ পেতে বসে থাকে। শনিবার ভোর বেলা ওই দুই ব্যক্তি মোটর বাইক নিয়ে সেখানে এলে তাদের আটকানো হয় এবং মোটরবাইকে তল্লাশি চালাতেই দেখা যায় সেই মোটর বাইকে ডিকিতে রয়েছে একটি দেশি পিস্তল এবং একটি নাইন এমএম। এছাড়াও তাদের থেকে পাওয়া যায় ছটি কার্তুজ। এরপরই ওই দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি আটক করা হয় তাদের সঙ্গে থাকা মোটর বাইক এবং সিজ করা হয় উদ্ধার হওয়া দুটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি কার্তুজ।
advertisement
advertisement
পুলিশের তরফ থেকে জানা গিয়েছে ধৃত দুজনের মধ্যে একজন হলেন ২৮ বছর বয়সী মিঠুন শেখ এবং অন্যজন হলেন ২৭ বছর বয়সী জাহির শেখ। দুজনের বাড়ি বীরভূমের নানুর থানার অন্তর্গত পালুন্দির মোকামতলায়।
advertisement
ওই দুজনকে গ্রেফতার করার পর শনিবার তাদের আদালতে তোলা হবে এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাদের ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। ওই দুজন অভিযুক্ত কী উদ্দেশ্য নিয়ে এই সকল আগ্নেয়াস্ত্র বোলপুরের ব্যক্তিকে বিক্রি করতে যাচ্ছিলেন তা খতিয়ে দেখার কাজ শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে।
advertisement
প্রসঙ্গত, বীরভূমের বিভিন্ন এলাকায় এই ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করার ঘটনা নতুন নয়। এর আগেও সদাইপুর, রামপুরহাট, দুবরাজপুর সহ বিভিন্ন থানা এলাকায় একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এবং গ্রেফতারের ঘটনা ঘটেছে।
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : দু’টি আগ্নেয়াস্ত্র ও ছ’টি কার্তুজ সহ অনুব্রত মণ্ডলের গ্রামে গ্রেফতার দুই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement