INS Arihant Missile Test Fire: পরমাণু ডুবো জাহাজ আরিহান্ত থেকে মিসাইল পরীক্ষা সফল, চিনকে টক্কর দিতে ভারতের হাতে মোক্ষম অস্ত্র

Last Updated:

ভারতে তৈরি পরমাণু শক্তিচালিত আইএনএস আরিহান্ত ডুবো জাহাজগুলি যে সবদিক দিয়েই শত্রু পক্ষের মোকাবিলা করতে তৈরি, এ দিনের পরীক্ষার পর তা নিয়ে কোনও সংশয় থাকল না৷

আইএনএস আরিহান্ত৷ ফাইল ছবি- রয়টার্স
আইএনএস আরিহান্ত৷ ফাইল ছবি- রয়টার্স
#দিল্লি: পরীক্ষামূলক ভাবে পরমাণু ডুবো জাহাজ আইএনএস আরিহান্ত থেকে নির্দিষ্টি লক্ষ্যে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ভারত৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে পূর্ব নির্ধারিত লক্ষ্যে সফল ভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে আইএনএস আরিহান্ত৷ এই প্রথমবার কোনও ডুবো জাহাজ থেকে সফল ভাবে এমন পরীক্ষা করল ভারত৷
এই পরীক্ষায় ফলে ভারতীয় নৌবাহিনীর পরমাণু অস্ত্র প্রতিরোধ করার ক্ষমতাও ঝালিয়ে নেওয়া গেল৷ পাশাপাশি, সমুদ্রের নীচ থেকে চিন এবং পাকিস্তানের নির্দিষ্ট লক্ষ্যেও যে ভারতীয় নৌসেনা আঘাত হানতে সক্ষম, তাও প্রমাণিত হল৷
advertisement
advertisement
ভারতে তৈরি পরমাণু শক্তিচালিত আইএনএস আরিহান্ত ডুবো জাহাজগুলি যে সবদিক দিয়েই শত্রু পক্ষের মোকাবিলা করতে তৈরি, এ দিনের পরীক্ষার পর তা নিয়ে কোনও সংশয় থাকল না৷ এই মিসাইল সিস্টেমের সবদিকই আজকের পরীক্ষায় খতিয়ে দেখা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে৷
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভারত সর্বদাই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলবে৷ কিন্তু তার সঙ্গে পারমাণবিক হামলা রুখে প্রত্যাঘাতের জন্য ন্যূনতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার প্রয়োজন৷
advertisement
এই মুহূর্তে ভারতীয় নৌসেনার হাতে দেশে তৈরি তিনটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন রয়েছে৷ এ ছাড়াও সাবমেরিন থেকে উৎক্ষেপণ যোগ্য দু'টি সারফেস টু সারফেস মিসাইল ভারতের হাতে রয়েছে৷ যেগুলির নাম কে-১৫ এবং কে-৪৷ এর মধ্যে দ্বিতীয় মিসাইলটি চিন পরমাণু অস্ত্র প্রয়োগ করলে তা রুখে দেওয়ার ক্ষেত্রে কার্যকরী হবে৷
ভারত সহ পৃথিবীর ছ'টি দেশের হাতে পরমাণু শক্তি চালিত সাবমেরিন রয়েছে যেগুলি থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া সম্ভব৷ এই তালিকায় এতদিন আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চিন ছিল৷ শুক্রবারের পর তার সঙ্গে যুক্ত হল ভারতও৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
INS Arihant Missile Test Fire: পরমাণু ডুবো জাহাজ আরিহান্ত থেকে মিসাইল পরীক্ষা সফল, চিনকে টক্কর দিতে ভারতের হাতে মোক্ষম অস্ত্র
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement