Gujarat Assembly Election 2022: হিমাচলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, গুজরাতে নয় কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

Last Updated:

রাজীব কুমার আরও জানান, হিমাচল প্রদেশের আবহাওয়ার কথা মাথায় রেখেও সেখানকার ভোট আগে করিয়ে নেওয়া হচ্ছে৷

এ বছরের শেষেই ভোট হওয়ার কথা গুজরাতে৷
এ বছরের শেষেই ভোট হওয়ার কথা গুজরাতে৷
#দিল্লি: এক মাসের ব্যবধানে দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে৷ অথচ হিমাচল প্রদেশের ভোটের নির্ঘণ্ট জানিয়ে দিলেও গুজরাতে ভোটের দিনক্ষণ জানালো না নির্বাচন কমিশন৷ অথচ একাধিক রাজ্যের বিধানসভার মেয়াদ যদি এ একই সময় শেষ হয়, তাহলে একসঙ্গে ভোট করানোটাই দস্তুর৷
গুজরাতের ক্ষেত্রে কেন নির্বাচন কমিশন এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল, শুক্রবার হিমাচল প্রদেশের ভোটের নির্ঘণ্ট জানাতে গিয়ে তার ব্যাখ্যা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার৷
নির্বাচন কমিশনারের দাবি, ২০১৭ সালে যে ভাবে ভোট ঘোষণা করা হয়েছিল, তা অনুসরণ করেই এবার শুধুমাত্র হিমাচল প্রদেশে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে৷ কয়েক দিন পরে গুজরাতের ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে৷ কারণ ২০১৭ সালেও হিমাচল প্রদেশ এবং গুজরাতের ভোটের নির্ঘণ্ট আলাদা আলাদাই ঘোষণা করা হয়েছিল৷
advertisement
advertisement
রাজীব কুমার আরও জানান, হিমাচল প্রদেশের আবহাওয়ার কথা মাথায় রেখেও সেখানকার ভোট আগে করিয়ে নেওয়া হচ্ছে৷ যেহেতু দুই রাজ্যের বিধানসভার মেয়াদ শেষ হওয়ার মধ্যে চল্লিশ দিনের তফাত রয়েছে, তাই এক রাজ্যে ভোট হয়ে গেলেও অন্য রাজ্যে তার প্রভাব পড়বে না বলেই দাবি করেছেন নির্বাচন কমিশনার৷
advertisement
প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশে এক দফাতেই রাজ্যের ৬৮টি বিধানসভা কেন্দ্রের ভোট হবে৷ ফল ঘোষণা হবে ৮ ডিসেম্বর৷
২০১৭ সালেও ৯ নভেম্বর এক দফাতেই হিমাচলের ভোট হয়েছিল৷ এক মাস বাদে ৯ এবং ১৪ ডিসেম্বর দু' দফায় গুজরাতে ভোট হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Assembly Election 2022: হিমাচলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা, গুজরাতে নয় কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement