Murshidabad News: ছট পুজোর আগেই ফারাক্কার গঙ্গায় আতঙ্ক! দেখা গেল কুমির
- Published by:Pooja Basu
Last Updated:
রবিবার বিকেলে ও সোমবার সকালে ছট পুজো উপলক্ষ্যে ফরাক্কার গঙ্গার ঘাটে ভিড় জমাবেন বহু সাধারণ মানুষ ৷ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্যারেজে ফের দেখা মিলল রবিবার দুপুরে একটা কুমিরের।
#মুর্শিদাবাদ: রবিবার বিকাল থেকেই ছট পুজোতে মেতে উঠেছেন অনেকেই ।আর তার আগেই দেখা মিলল কুমিরের। রবিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্যারেজে ফের দেখা মিলল একটা কুমিরের। রবিবার দুপুরে প্রথমে ফরাক্কা ব্যারেজের অন্তর্গত ১২নং গেটে একটি কুমির দেখা যায়। তারপরে ফরাক্কার ডাউন ষ্টিমের গঙ্গায় পুনরায় সেই কুমির টিকে দেখা যায় বলে স্থানীয় বাসিন্দারা সূত্রে জানা গিয়েছে । অন্যদিকে স্থানীয় মৎস্যজীবীদের মাছ-ধরার সময় জালে আটকায় সেই কুমির৷ তবে তা ছিড়েও বেরিয়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা বিট অফিসার প্রভাস কুমার মণ্ডল।
advertisement
রবিবার বিকেলে ও সোমবার সকালে ছট পুজো উপলক্ষ্যে ফরাক্কার গঙ্গার ঘাটে ভিড় জমাবেন বহু সাধারণ মানুষ । তাই সাধারণ মানুষের যাতে কোন ক্ষতি না হয়, পাশাপাশি কুমিরেরও যাতে কোনও ক্ষতি না হয় তার জন্য নজরদারি চালানো হচ্ছে বলে ফরাক্কা বন দফতর সূত্রে জানা গিয়েছে। কুমিরের দেখা মিলতেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কুমির দেখা যেতেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
advertisement
আরও পড়ুন Jalpaiguri News: ওঝার কেরামতিতে সব শেষ সাপে কাটা রোগীর! কুসংস্কারের বলি এক নাবালক!
উল্লেখ্য, একবছর আগে গত ১০ই নভেম্বর ২০২১ সালে মুর্শিদাবাদ জেলাতে প্রথম দেখা মেলে কুমিরের। মুর্শিদাবাদে সেই কুমিরের দেখা মিলতেই চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কুমিরের দেখা মেলায় আগেই গঙ্গা স্নানে জারি হয় নিষেধাজ্ঞা। এরপরেই রেজিনগর থানার মাঙন পাড়া এলাকায় দেখা যায় কুমিরটিকে। ছট পুজোয় কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়। প্রসঙ্গত, গঙ্গার পাড় জুড়ে দাপিয়ে বেরাতে দেখা যায় বিশাল আকারের কুমির। তখনই কুমিরটির সুরক্ষার বিষয়ে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন পশু ও প্রানী প্রেমীরা।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
October 30, 2022 7:05 PM IST