প্রায়শই কাদায় আটকে পড়ে সাইকেলের চাকা, মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনা। ফলে চরম সমস্যার মধ্যে দিয়েই যাতায়াত করতে হয় ঐ মাটির কাঁচা রাস্তা দিয়ে। সেই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা হওয়ার কারণে গ্রাম পঞ্চায়েতে একাধিকবার জানিয়েও মেরামত হয়নি। অবশেষে শেষমেশ রাস্তা মেরামতের দাবিতে \"সবুজ সাথী\" প্রকল্পে পাওয়া সাইকেল রাস্তায় ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা।
advertisement
আরও পড়ুনঃ শালবনীতে হাতির হামলায় মৃত্যু এক যুবকের, ক্ষুব্ধ গ্রামবাসীরা!
তাদের দাবি, যতক্ষন না সরকারী আধিকারিক এসে তাদের অবিলম্বে রাস্তা মেরামতের প্রতিশ্রুতি না দেন, ততক্ষন রাস্তা অবরোধ চলবে।অন্যদিকে এবিষয়ে দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া জানান, একসঙ্গে তো সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব নয়, তবে বিষয়টি আমরা প্রশাসনের গোচরে নিয়ে এসেছি। আশা করছি যত দ্রুত সম্ভব ঐ রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহন করা হবে প্রশাসনের পক্ষ থেকে।
Partha Mukherjee