TRENDING:

Paschim Medinipur: ধুন্ধুমার কাণ্ড মেদিনীপুরে! নেপথ্যে ইতিহাস বিজড়িত ভবন

Last Updated:

ঋষি রাজনারায়ণ বসুর স্মৃতিবিজড়িত 'হেড মাস্টার কোয়ার্টার' এর দখল ঘিরে ধুন্ধুমার, মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের ছাত্রদের মধ্যে। হাতাহাতি ও চরম উত্তেজনা মেদিনীপুরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর : ঋষি রাজনারায়ণ বসুর স্মৃতিবিজড়িত 'হেড মাস্টার কোয়ার্টার' এর দখল ঘিরে ধুন্ধুমার, মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের ছাত্রদের মধ্যে। হাতাহাতি ও চরম উত্তেজনা মেদিনীপুরে। মেদিনীপুর কলিজিয়েট স্কুল ক্যাম্পাসের মধ্যে থাকা ঋষি রাজনারায়ণ বসুর স্মৃতিবিজড়িত কোয়ার্টারের দখল থাকবে কার হাতে এই নিয়েই বেনজির গন্ডগোলের সাক্ষী থাকল মেদিনীপুর শহর। ধুন্ধুমার পরিস্থিতি কলেজের ছাত্র-ছাত্রী ও মেদিনীপুর কলিজিয়েট স্কুলের ছাত্রদের মধ্যে।  উল্লেখ্য দীর্ঘদিন ধরেই এই জমি নিয়ে বিবাদে জড়িয়েছে কলেজ ও স্কুল কর্তৃপক্ষ। ইতিপূর্বে বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। মিলেছে আদালতের রায়। সূত্রের খবর আদালতের নির্দেশ অনুযায়ী, ঐতিহাসিক এই জায়গার দখল নিতে পারবে না কোনও পক্ষই। প্রয়োজনে ভবনের মেরামত করতে হবে প্রশাসনিক সাহায্য নিয়ে। এরই মধ্যে মঙ্গলবার সকালে হঠাতই কলেজ কর্তৃপক্ষের তরফে খোলা হয় বিতর্কিত এই ভবনটির তালা। সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত।
advertisement

জানা গিয়েছে স্কুলের তরফে প্রথমে কলেজের কাছে জানতে চাওয়া হয় কেন খোলা হল এই তালাটি। সে সময় কলেজ কর্তৃপক্ষ দাবি করে, তাদের হাতে আছে উপযুক্ত অনুমোদন। স্কুল কর্তৃপক্ষের দাবি অনুমোদনপত্র দেখতে চাইলেও সেই অনুমোদনপত্র দেখাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।  এর পরেই মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্ররা নেমে পড়ে রাস্তায়। মেদিনীপুর শহরের গোলকুয়াচক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ছাত্ররা।

advertisement

আরও পড়ুনঃ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আদিবাসী বিষয়ক জাতীয় আলোচনাচক্র

ঠিক সেই সময় মেদিনীপুর কলেজের একদল ছাত্র ও শিক্ষক ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দুপক্ষ জড়ায় বচসায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মেদিনীপুর কোতওয়ালি থানার পুলিশ। তবে এর মধ্যে হাতাহাতিতে জড়ায় কলেজ ও কলেজিয়েট স্কুলের ছাত্ররা। ঘটনায় অল্পবিস্তর আহত হয় আটজন ছাত্র। পরবর্তীকালে তাদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

advertisement

View More

আরও পড়ুনঃ মেদিনীপুর পুর এলাকায় চিকিৎসা পরিষেবা দিতে সুস্বাস্থ্য কেন্দ্র

অন্যদিকে মেদিনীপুর কলেজ কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার সকালে কলেজের এনএসএস ইউনিট স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিয়ে ভবনটি পরিষ্কার করতে যায়। সে সময় তাদের বাধা দেয় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কয়েকজন শিক্ষক। সবমিলিয়ে গোটা পরিস্থিতি ঘিরে চরম উত্তেজনা ছড়ায় মেদিনীপুর শহরে। সূত্রের খবর দু পক্ষকে বসিয়ে মিমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Partha Mukherjee

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: ধুন্ধুমার কাণ্ড মেদিনীপুরে! নেপথ্যে ইতিহাস বিজড়িত ভবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল