পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ঠাকুরবাড়ি বাজার এলাকার বাসিন্দা লক্ষণ বিষুই। একসময় কাঠের কাজ করতেন লক্ষন বাবু। তবে বর্তমানে তিনি একটি কাপড় দোকান চালান। তবে নিজেদের দোকান সামলে অবসর সময়ে তিনি কাঠ দিয়ে বানিয়ে ফেলেন যুদ্ধবিমান।
আরও পড়ুন ঃ সহজেই শিশুরা শিখবে অঙ্ক-বিজ্ঞানের নানা কঠিন বিষয়! শেখাবে আইআইটি খড়গপুর
advertisement
কখনো বাড়িতে, আবার কখনো তার দোকানেই চলে তার এই শখের কাজ। কাঠকে বিভিন্ন রূপে এনে, কখনো যুদ্ধবিমান, কখনো আবার কামান বানিয়ে তাক লাগিয়েছেন তিনি। দোকানে বসেই একের পর এক বানিয়ে চলেছেন কাঠ দিয়ে যুদ্ধবিমান, বায়ুসেনা হেলিকপ্টার, বোফর্স কামান সহ নানা জিনিস।
শুধু তাই নয়, রয়েছে ঢেঁকি সহ গ্রামীণ এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্মৃতিও। নিজের কাপড়ের দোকানের সামনে সাজিয়ে রাখেন তার হাতে বানানো এই সকল জিনিসগুলো। স্কুল থেকে বাড়ি ফেরার পথে কচিকাঁচারা কিছুটা সময়ের জন্য লক্ষণ বাবুর দোকানে বসে যুদ্ধবিমান দেখে সময় কাটায় । হাত দিয়ে পরখ করে দেখে শিল্পীর কাজকে।
আরও পড়ুন ঃ আগুনের লেলিহান শিখায় চিতাভস্মে পরিণত হয় তরুণ শহিদ ক্ষুদিরাম বসুর নিথর দেহ
এলাকার মানুষ লক্ষণ বাবুর এই কাজের ভুয়সী প্রশংসা করেন। অনেকের কাছেই লক্ষণ বাবুর এই দোকানটা যুদ্ধ বিমানের দোকান নামে বেশ পরিচিত। সুদক্ষ এই কারিগরের প্রশংসায় পঞ্চমুখ পাড়া-প্রতিবেশীরা
Ranjan Chanda