West Midnapore News: সহজেই শিশুরা শিখবে অঙ্ক-বিজ্ঞানের নানা কঠিন বিষয়! শেখাবে আইআইটি খড়গপুর

Last Updated:

খেলতে খেলতেই শিখতে পারে অঙ্ক, বিজ্ঞানের নানান কঠিন বিষয়। শেখার অনাবিল আনন্দ দিতে প্রস্তুত রয়েছে দেশের প্রথম খড়্গপুর আই আই টির নেহেরু মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রদর্শনী কক্ষ।

+
title=

খড়গপুর: প্রযুক্তি বিদ্যার শ্রেষ্ঠ ঠিকানা আইআইটি খড়গপুর। প্রযুক্তি বিদ্যার ক্ষেত্রে যেমন পৃথিবীর কাছে বিখ্যাত তেমনি হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞানের নানা দিক তুলে ধরেছে আইআইটি কর্তৃপক্ষ। পাঠ্য বিষয়ের কচকচানিতে পরিশ্রান্ত আজকের কচিকাঁচারা। একদিকে স্কুলের পড়া তার উপর টিউশনের ব্যস্ত শিডিউল।
এরই মাঝে পড়াশোনার ফাঁকে পড়ার বিষয়গুলোকে অন্যভাবে শিখে নিতে পারে আজকের পড়ুয়ারা তাও এক আনন্দদায়ক পরিবেশে। খেলতে খেলতেই শিখতে পারে অঙ্ক, বিজ্ঞানের নানান কঠিন বিষয়। শেখার অনাবিল আনন্দ দিতে প্রস্তুত রয়েছে দেশের প্রথম খড়্গপুর আই আই টির নেহেরু মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রদর্শনী কক্ষ।
advertisement
advertisement
শিশু শিক্ষার্থীদের নিয়ে এই প্রদর্শনী কক্ষ ঘুরে দেখতে পারেন আপনিও। এই মিউজিয়ামে প্রবেশ করলে দেখা যাবে পদার্থবিদ্যার নানা বিষয়ের বাস্তব চিত্র। তরণ, গতিশক্তি, বল-সহ একাধিক বিষয়কে প্রদর্শনীর মধ্য দিয়ে দেখানো হয়েছে এই নেহেরু মিউজিয়ামে।
advertisement
শুধু তাই নয় স্থল, জল এবং আকাশ পথে যানের ব্যবহারেরও ডেমো রয়েছে এখানে। রয়েছে রেলের ইঞ্জিন পরিবর্তনের ইতিহাস। রেলের সিগন্যালিং সিস্টেম থেকে এয়ারক্রাফটের ব্যবহৃত নানান আকাশযানও রয়েছে এখানে।
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: সহজেই শিশুরা শিখবে অঙ্ক-বিজ্ঞানের নানা কঠিন বিষয়! শেখাবে আইআইটি খড়গপুর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement