West Midnapore News: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
এবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর। জেলার বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করবে জেলা প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর: এবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর। জেলার বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করবে জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক দফতরে অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক বছরের জন্য মাসিক ১০০০০ টাকা সাম্মানিকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে।
আগামী ৪ অগাস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, অবসর প্রাপ্ত কর্মচারীদের। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে, অস্থায়ী কর্মী হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের অধীন বিভিন্ন দফতরে করণিক(Clerk) হিসেবে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্ত এই কর্মীদের।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত ওই কর্মীদের পূর্বের কাজে কোনো খারাপ রেকর্ড থাকা চলবে না। ৩০.০৬.২০২৩ পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের বয়সসীমা হতে হবে ৬৪ বছরে নীচে। আগ্রহী প্রার্থীদের সুস্থ শরীরিক অবস্থা থাকতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড করা যাবে, www.paschimmedinipur.gov.in থেকে।
advertisement
আবেদন পদ্ধতি
১. আগামী ৪ অগাস্ট পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
২. জেলার ওয়েবসাইটে দেওয়া একটি অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে তা পূরণ করে আনতে হবে।
৩. পেনশন পেমেন্টের আসল এবং ফটো কপি আনতে হবে।
৪. ওয়েবসাইটে দেওয়া ফর্মে নিজের ছবি দিতে হবে।
৫. ইন্টারভিউয়ের দিন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ভোটের কার্ড এবং পূর্বের যে দফতরে কর্মরত ছিলেন সেই দফতরের দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট আনতে হবে।
advertisement
৬. পূর্বের কাজের অভিজ্ঞতা লেখা সার্টিফিকেট আনতে হবে।
পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে জেলাশাসকের অফিসে নির্দিষ্ট স্থানে রিপোর্টিং করতে হবে। ইন্টারভিউ বাবদ কোন যাতায়াত খরচ বা অন্যান্য খরচ দেওয়া হবে না বলে জানানো হয়েছে জেলা প্রশাসন পক্ষ থেকে।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 6:16 PM IST