Independence Day 2023: আগুনের লেলিহান শিখায় চিতাভস্মে পরিণত হয় তরুণ শহিদ ক্ষুদিরাম বসুর নিথর দেহ

Last Updated:

Independence Day 2023: শেষ পর্যন্ত ফাঁসির আদেশই কার্যকর হয়।ক্ষুদিরামের ফাঁসির পর উপেন্দ্রনাথ সেন-সহ একদল বাঙালি আইনজীবী তার দেহ সৎকারের জন্য গণ্ডক নদীর তীরে নিয়ে আসেন।

+
ক্ষুদিরাম

ক্ষুদিরাম বসু

রঞ্জন চন্দ, মেদিনীপুর: দেশকে স্বাধীন করতে হাসতে হাসতে ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছিলেন মেদিনীপুরের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু।  ১৯০৮ সালের ১১ই অগাস্ট ফাঁসি হয় ক্ষুদিরাম বসুর। ক্ষুদিরাম বসুর পক্ষে লড়েছিলেন একদল বাঙালি আইনজীবী। তবে শেষ পর্যন্ত ফাঁসির আদেশই কার্যকর হয়।ক্ষুদিরামের ফাঁসির পর উপেন্দ্রনাথ সেন-সহ একদল বাঙালি আইনজীবী তার দেহ সৎকারের জন্য গণ্ডক নদীর তীরে নিয়ে আসেন।
ক্ষুদিরাম বসুর মৃতদেহ সৎকারের আগে যখন সামাজিক নানা কাজকর্ম সম্পন্ন হচ্ছে তখন ফাঁসিতে ঝোলানো ক্ষুদিরাম বসুর মাথা নুইয়ে পড়ছিল বুকের উপর। তখন একজন বলে ওঠেন, ‘‘যিনি ব্রিটিশ শাসনের সামনে মাথা নত করেনি তার মাথাটা তুলে রাখা হোক।’’ অতঃপর আগুনের লেলিহান শিখায় চিতাভস্মে পরিণত হয় তরুণ শহিদ ক্ষুদিরাম বসুর নিথর দেহ।
advertisement
advertisement
ইতিহাস গবেষক পরেশ বেরা জানিয়েছেন, আইনজীবী উপেন্দ্রনাথ সেন তাঁর এক প্রবন্ধে লিখেছেন, ক্ষুদিরামের চিতাভস্মে জল ঢালার পর চিতাভস্ম রাশি আইনজীবী উপেন্দ্রর বুকে লেগেছিল। এর পর থেকে সেখানে সাদা দাগ হয়ে যায়।যদিও ক্ষুদিরাম বসুর মৃত্যুর দিন পরিবারের কেউ উপস্থিত ছিলেন না মুজাফফরপুরে।  জন্মভূমির জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরে দ্বিধা করেননি ভারতের এই বীর বঙ্গসন্তান।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Independence Day 2023: আগুনের লেলিহান শিখায় চিতাভস্মে পরিণত হয় তরুণ শহিদ ক্ষুদিরাম বসুর নিথর দেহ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement