তাদের বক্তব্য, বৃষ্টি হতে না হতেই ৫ নম্বর রাজ্য সড়কের বেশ কিছুটা অংশ ডুবে আছে। সড়কের দুধারে নেই জল নিকাশী। এই রাস্তা দিয়েই বিদ্যালয়ের পড়ুয়ারা যাতায়াত করছে। চলছে যানবাহন। ফলে তাদের বিস্তর সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি জমা জলে রাস্তায় থাকা গর্ত বুঝতে না পেরে দুর্ঘটনায় পড়ছেন অনেকেই। কয়েকদিন ধরে প্রশাসনে জানিয়েও ফল হয়নি। মঙ্গলবার সকাল থেকে সুরাহার দাবিতে এলাকার মানুষ পথ অবরোধে সামিল হন।
advertisement
আরও পড়ুন ঃ উল্টো রথের আগে পেপার কাটিংয়ের জগন্নাথ-বলরাম-সুভদ্রা তৈরি করে তাক লাগালেন পশু চিকিৎসক
অবরোধের জেরে দুদিকে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে যায়। নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে এলে উত্তেজনা বাড়ে। পুলিশের সঙ্গে আন্দোলন কারীদের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। শেষমেশ পুলিশ রাস্তা থেকে জল বের করে দেওয়ার আশ্বাস দিলে আরপর অবরোধ ওঠে।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, “নিকাশী হওয়ার কথা ছিল। কিন্তু এ পর্যন্ত হয়নি। এটি গুরুত্বপূর্ণ জায়গা। দুধারে দুটি পুকুর থাকায় জল চলে যেত। তবে এখন দুটি পুকুর ভরাট হয়ে যাওয়ার জল যাওয়ার রাস্তা বন্ধ। ফলে রাস্তার ওপর জল জমে থাকছে। ক্ষতি হচ্ছে রাস্তার ধারে থাকা মাটির বাড়িগুলোর। স্থায়ী সমাধান করুক প্রশাসন।” এদিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থায়ী সমাধানের আশ্বাস দিলে অবরোধ ওঠে। পুলিশের উপস্থিতিতে অস্থায়ী নালা কাটিয়ে জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়।
Ranjan Chanda