Ratha Yatra: উল্টো রথের আগে পেপার কাটিংয়ের জগন্নাথ-বলরাম-সুভদ্রা তৈরি করে তাক লাগালেন পশু চিকিৎস

Last Updated:

কোশিয়াড়ির পশু চিকিৎসক পার্থিব রায় কাগজ কেটে তৈরি করলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিরূপ

+
title=

পশ্চিম মেদিনীপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম রথযাত্রা। গত মঙ্গলবার‌ই শহর, মফস্বল থেকে গ্রাম বাংলার সর্বত্র মানুষ মেতে উঠেছিলেন এই রথযাত্রা উৎসবে। এবার উল্টো রথের পালা। তার আগে পেপার কাটিং দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিকৃতি নির্মাণ করলেন এক পশু চিকিৎসক।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাসিন্দা পার্থিব রায়। তিনি পেশায় পশু চিকিৎসক। অবসর সময়ে বাড়িতে কাগজ কেটে তৈরি করলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা’র এক অপূর্ব পিকচার আর্ট।
advertisement
ছোটবেলা থেকেই আঁকার প্রতিঝোক পশু চিকিৎসক পার্থিব রায়ের। সঙ্গে অন্যান্য সৃজনশীল শিল্পেও তাঁর উৎসাহ আছে। করোনা সময়ে তিনি এই পেপার কাটিয়ের প্রশিক্ষণ নেন। এরপরই কাজের অবসরে তিনি পেপার কাটিং করে উত্তম-সুচিত্রা সহ আর নানান বিখ্যাত মানুষদের পোর্ট্রে তৈরি করেছেন। আবার কখনও নানান কার্টুন, পশুপাখির ছবি তৈরি করছেন। এবার উল্টো রথের আগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা-কে ফুটিয়ে তুললেন কাগজ কেটে।
advertisement
২০১৭ সাল থেকে নিজের পড়াশোনা ও কাজের পাশাপাশি পার্থিব করে চলেছে এই শিল্পকর্ম। কোশিয়াড়ির রথযাত্রা উৎসব যথেষ্ট বিখ্যাত। সেখানকার‌ই এক যুবকের এমন সৃষ্টি ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে। এই শিল্পকর্মকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Ratha Yatra: উল্টো রথের আগে পেপার কাটিংয়ের জগন্নাথ-বলরাম-সুভদ্রা তৈরি করে তাক লাগালেন পশু চিকিৎস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement