সেই সময় হঠাৎ তিনি দেখতে পান এক বয়স্ক যাত্রী কোনওভাবে পা পিছলে রেল লাইনে পড়ে গেছেন। অপরদিকে এই পণ্যবাহী ট্রেনটি অতি দ্রুত গতিতে স্টেশনে ঢুকছে। এরপর তিনি মুহুর্তের মধ্যে নিজের হাতে থাকা ফ্ল্যাগ ফেলে দিয়ে ছুটতে থাকেন। প্রায় ৫০ মিটার প্রাণপন ছুটে গিয়ে লাফিয়ে রেল লাইনে নেমে পড়েন।
আরও পড়ুনঃ এবার মাও অধ্যুষিত বেলপাহাড়ি থানায় চালু হল মহিলা পুলিশের টিম "উইনার্স"
advertisement
তড়িঘড়ি অসহায় বৃদ্ধকে তুলে তিনি অন্যত্র সরিয়ে নেন এবং প্রাণ বাঁচিয়ে দেন বৃদ্ধের। এভাবেই পয়েন্টসম্যানের দক্ষতার জন্য প্রাণ বাঁচলো এক বৃদ্ধের। একজন রেলকর্মীর এই কাজে প্রশংসায় পঞ্চমুখ রেলকর্মী সহ গোটা খড়্গপুর রেল বিভাগ।
আরও পড়ুনঃ অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে অন্দোলনের প্রভাব ঠেকাতে বাড়তি নিরাপত্তা মেদিনীপুর ষ্টেশনে
এই হাড়হিম করা ঘটনার সিসিটিভি ফুটেজ রেলের খড়্গপুর বিভাগের তরফে প্রকাশ করা হয়েছে সংবাদমাধ্যমে। এই ঘটনার ভূয়শী প্রশংসা করেছে রেল কর্তৃপক্ষ । এছাড়াও ওই পয়েন্টসম্যান সতীশ সামন্তকে যাতে পুরস্কৃত করা যায় তারও ভাবনা চিন্তা শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
Partha Mukherjee