West Midnapore News : অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে অন্দোলনের প্রভাব ঠেকাতে বাড়তি নিরাপত্তা মেদিনীপুর ষ্টেশনে

Last Updated:

বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা মেদিনীপুর স্টেশনের এক রেল পুলিশ আধিকারিক জানান, দেশ জুড়ে যেভাবে রেল ব্যবস্থার উপর আঘাত নেমে আসছে, তার ফলে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের।

+
চলছে

চলছে রেল পুলিশের টহল

#পশ্চিম মেদিনীপুর: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় দেশজুড়ে চলছে প্রতিবাদ। বিভিন্ন স্থানে জ্বলছে আগুন। গোটা দেশ জুড়ে দেখা দিয়েছে এক অস্থির পরিবেশ। ট্রেনে লাগানো হচ্ছে আগুন, বিভিন্ন স্টেশনে চলছে ভাঙচুর। নষ্ট হচ্ছে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকায় তৈরি সরকারি সম্পত্তি। তাই দেশের অন্যান্য স্থানের আঁচ পশ্চিম মেদিনীপুরে না এসে পড়ে, তার জন্য মেদিনীপুর রেলওয়ে স্টেশনে বাড়তি সতর্কতার ব্যবস্থা করল দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর এবং আদ্রা ডিভিশন।
অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আন্দোলনকারীদের মূল টার্গেট রেল। তাই এই ধ্বংসাত্মক আন্দোলনের প্রভাব যাতে কোনো ভাবেই মেদিনীপুর স্টেশনে এসে না পড়ে সেজন্য প্রতিদিন সকাল থেকে মেদিনীপুর স্টেশনে চলছে রেল পুলিসের বিশেষ নজরদারি। স্টেশনজুড়ে নাকা চেকিং চালাচ্ছে রেলপুলিশ কর্মীরা। আঁটোসাটো নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের শালবনি গড়বেতা সহ একাধিক রেল স্টেশনেও।
advertisement
advertisement
বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকা মেদিনীপুর স্টেশনের এক রেল পুলিশ আধিকারিক জানান, দেশ জুড়ে যেভাবে রেল ব্যবস্থার উপর আঘাত নেমে আসছে, তার ফলে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। কারন রেল পরিষেবার উপর নির্ভর করে সব থেকে বেশি লাভবান হয় সাধারণ মানুষ, তাই মানুষের পরিষেবায় তৈরি রেলকে রক্ষা করা আমাদের কর্তব্য। তাই রেল বিভাগের পক্ষ থেকে বিশেষ বাহিনী তৈরি করা হয়েছে রেল ও রেলযাত্রীদের নিরাপত্তার স্বার্থে।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News : অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে অন্দোলনের প্রভাব ঠেকাতে বাড়তি নিরাপত্তা মেদিনীপুর ষ্টেশনে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement