ভেষজ বিভিন্ন গাছ সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি সেই সকল গাছের পরিচর্যা করেন তিনি। বাড়ির ভেষজ বাগানে রয়েছে নানান ধরনের তুলসী গাছ, পিপুল, অশ্বগন্ধা,চুইঝাল সহ নানা বিধ ভেষজ গাছ। বিদ্যালয়ের শেষে প্রতিদিনই এইসব গাছের পরিচর্যা করেন তিনি। শুধু পরিচর্যা নয় বিক্রি ও করেন তিনি।
advertisement
প্রসঙ্গত স্বাভাবিক জনজীবনে ভেষজ উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। সভ্যতার উন্নতির সাথে সাথে নগরানের কারণে কখনো সচেতনভাবে আবার কখনো অসচেতন ভাবে নষ্ট করে ফেলা হচ্ছে নানান গাছ। হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ। সাধারণ মানুষের কাছে ভেষজ উদ্ভিদের গুণাবলী পৌঁছে দিতে এবং ভেষজ নানান লুপ্তপ্রায় গাছের সংরক্ষণের জন্য নিজের বাড়িতেই আস্ত ভেষজ বাগান বানিয়েছেন রঞ্জিতবাবু। তারই ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 6:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: পেশায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, নেশায় গাছ! জানলে অবাক হবেন