Ram Gopal Varma's controversies | শ্রীদেবীর ঊরু নিয়ে মন্তব্য, ঊর্মিলার সঙ্গে ঘনিষ্ঠতা, অভিনেত্রীর পা চাটার ভিডিও... রামগোপাল যেখানে বিতর্ক সেখানে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Ram Gopal Varma's controversies | 'সুন্দর ঊরুর জোরেই খ্যাতির শিখরে উঠেছিলেন শ্রীদেবী', বেশ কয়েক বছর আগে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দেন রামগোপাল বর্মা৷
মুম্বই: বিতর্ক আর রামগোপাল বর্মা এই দুই শব্দ পাশাপাশি বসেছে বহুবার৷ তা সে শ্রীদেবী প্রসঙ্গে মন্তব্য হোক বা কিংবা ঊর্মিলার সঙ্গে সম্পর্ক৷ সদ্য অতীতে ৩০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছিলেন রামগোপাল বর্মা ৷ পরিচালক লিখেছিলেন, 'পুরো ভিডিও শেয়ার করলাম, নিজের ঝুঁকিতে দেখুন৷ সেই ভিডিও ঘিরে ছড়িয়েছিল বিতর্ক৷'
advertisement
এবার ফিরে যাওয়া যাক বহু বছর আগে৷ উর্মিলা মাতন্ডকর প্রথম পর্দায় ঝড় তুলেছিলেন রামগোপাল বর্মার রঙ্গিলা ছবির মধ্যে দিয়ে। খবরের শিরোনামে তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথা থাকত। খবর পৌঁছয় রামগোপালের স্ত্রীর কাছে৷ শোনা যায় প্রকাশ্যেই উর্মিলার গালে চড় মেরেছিলেন তিনি।
advertisement
রাম গোপাল বর্মা এবং অপ্সরা রানিও শিরোনামে ছিলেন বহুদিন। ওড়িশার এই সুন্দরীকে ‘আবিষ্কার’ করেন তিনিই। শরীরচর্চার একটি ভিডিও শেয়ার করেছিলেন রামগোপাল। ভিডিওতে দেখা যাচ্ছে ডাম্বেল হাতে নিয়ে দিব্যি ব্যায়াম করছেন তিনি। সেই ভিডিওতেই কমেন্ট করেছেন অপ্সরা রানি। তার প্রত্যুত্তরে রামগোপাল অপ্সরার শরীর নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা অনুরাগীদের একেবারেই ভাল লাগেনি৷ অপ্সরা লিখেছিলেন, “মানতেই হবে, দারুণ বাইসেপস। ” পরিচালক তার উত্তরে বলেন, “আমার বাইসেপস ভুলে যাও। তোমার শরীরের অনাবৃত অংশই এত সুন্দর! আমি ভাবতে পারছি না আবৃত অংশগুলো কত না সুন্দর হবে।”
advertisement
'সুন্দর ঊরুর জোরেই খ্যাতির শিখরে উঠেছিলেন শ্রীদেবী', বেশ কয়েক বছর আগে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দেন রামগোপাল বর্মা৷ রামগোপালের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন শার্লিন চোপড়াও৷ রামগোপাল বলিউডে আনেন পর্নস্টার মিয়া মালকোভাকে ৷ সেই সময়েও বিতর্কের সম্মুখীন হয়েছিলেন তিনি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 5:13 PM IST