আরও পড়ুন: কুনুর সেতুর সংস্কারের জন্য বন্ধ পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল
নিজের ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যক্তিগত খরচে বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গি সচেতনতা প্রচারের পাশাপাশি ব্লিচিং পাউডার, চুন এবং মশা নাশক স্প্রে করছেন দাঁতনের মুদি দোকানী প্রশান্ত চন্দ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারির বাসিন্দা প্রশান্তবাবু। তাঁর একটি ভুসিমালের দোকান আছে। দোকান থেকে যা অর্থ রোজগার হয় সংসার সামলে বেঁচে যাওয়া বাকি অর্থ দিয়ে তিনি প্রতিনিয়ত নানান সমাজ সচেতনতামূলক কাজ করেন। করোনা আবহে সাধারন মানুষকে সচেতন করতে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন। এবার ডেঙ্গি বাড়তেই ফের তিনি মশা মারার উপকরণ এবং সতর্কবার্তা নিয়ে ময়দানে নেমে পড়েছেন।
advertisement
প্রশান্ত চন্দর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী। আসন্ন দুর্গাপুজো পর্যন্ত প্রতিদিন নিয়ম করে বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি তিনি মশা মারার জন্য ব্লিচিং ছড়াবেন এবং বিশেষ তেল স্প্রে করবেন। তাঁর মত যদি সব জায়গাতেই কিছুজন করে এগিয়ে আসেন তাহলে ডেঙ্গির বিরুদ্ধে আমাদের লড়াই আরও সহজ হবে।
রঞ্জন চন্দ